Advertisement
ইউটিলিটি

Covid Vaccination: কলকাতার এই ৬ বেসরকারি হাসপাতাল থেকে মিলছে করোনার টিকা!

  • 1/9

চিকিৎসকরা জানাচ্ছেন, করোনার নতুন স্ট্রেন আগের তুলনায় অনেক বেশি সক্রামক! অধিকাংশ আক্রান্তের ক্ষেত্রে কোনও উপসর্গ না থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ছে অনেকের মধ্যে। তাই বাড়ন্ত সংক্রমণে নিয়ন্ত্রণ পেতে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি করোনা টিকাকরণ অত্যন্ত জরুরি।

  • 2/9

কেন্দ্রের নয়া সিদ্ধান্তে করোনা টিকাকরণের জন্য আর আগে থেকে নাম নথিভুক্ত করার প্রয়োজন নেই। সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে নাম লিখিয়ে টিকা নিতে পারবেন ১৮ বছর ৪৪ বছর (অনূর্ধ্ব ৪৫) বয়সীরাও।

  • 3/9

তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের এই সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র সরকারি টিকাকেন্দ্রগুলিতেই। বেসরকারি ভাবে টিকা নিতে গেলে একই ভাবে অ্যাপ বা ওয়েবসাইট থেকে নাম নথিভুক্ত করে ডেট পেলে তবেই নেওয়া যাবে করোনার টিকা।

Advertisement
  • 4/9

পশ্চিমবঙ্গে অধিকাংশ টিকাকরণ বিনামূল্যেই করাচ্ছে রাজ্য সরকার। তবে কলকাতার ছ’টি বেসরকারি হাসপাতাল থেকে করোনার টিকা নিতে পারেন আপনি। এর জন্য টিকার প্রতি ডোজের জন্য গুণতে হবে ৭৫০ টাকা থেকে ১,২৫০ টাকা পর্যন্ত।

  • 5/9

কোভিশিল্ডের প্রতিটি ডোজের জন্য ৭৫০ টাকা থেকে ৯০০ টাকা এবং কোভ্যাক্সিনের প্রতিটি ডোজের জন্য ১,২৫০ টাকা খরচ হবে। জেনে নিন শহরের কোন বেসরকারি হাসপাতালে কোন টিকার কত দাম...

  • 6/9

প্রথমে জেনে নেওয়া যাক কলকাতার কোন কোন বেসরকারি হাসপাতাল থেকে কোভিশিল্ড পাওয়া যাচ্ছে ও তার জন্য প্রতি ডোজের দাম কত পড়ছে!

  • 7/9

ক্যানাল সার্কুলার রোড আর গড়িয়াহাটের অ্যাপেলো হাসপাতালে কোভিশিল্ডের প্রতি ডোজের দাম পড়বে ৮৫০ টাকা।

Advertisement
  • 8/9

উডল্যান্ডস হাসপাতালে কোভিশিল্ডের প্রতি ডোজের দাম পড়বে ৯০০ টাকা। মুকুন্দপুরের আর এন টেগোর হাসপাতালে কোভিশিল্ডের প্রতি ডোজের দাম পড়বে ৭৫০ টাকা। ই এম বাইপাস, আনন্দপুরের ফর্টিস হাসপাতালে কোভিশিল্ডের প্রতি ডোজের দাম পড়বে ১,০৫০ টাকা।

  • 9/9

কলকাতার শুধুমাত্র দু’টি বেসরকারি হাসপাতাল থেকেই কোভ্যাক্সিন পাওয়া যাবে। ই এম বাইপাস, আনন্দপুর আর শরৎ বসু রোডের ফর্টিস হাসপাতাল থেকেই মিলবে কোভ্যাক্সিন। প্রতি ডোজের খরচ পড়বে ১,২৫০ টাকা।

Advertisement