লকডাউনে কাজ হারিয়েছেন? দীর্ঘদিন চেষ্টার পরেও চাকরি পাচ্ছেন না? ব্যবসা শুরু করতে চান, অথচ মূলধনের অভাব? ঋণও পাচ্ছেন না বা ঋণ পেলেও সুদের হার আকাশছোঁয়া! এই পরিস্থিতিতে এক পয়সাও বিনিয়োগ না করে ব্যবসা শুরু করতে চান? এখন সেটাও সম্ভব! চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নিন...
বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood) করোনার সময়ে লকডাউন হওয়ার পর থেকে কয়েক লক্ষ বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িছেন। বিপর্যস্ত প্রভাব কমলেও অর্থনৈতিক ভাবে দুর্বল, দরিদ্র মানুষের কথা এখনও ভেবে চলেছেন তিনি।
লকডাউনে ভিন-রাজ্যে আটকে পড়া শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাঁদের ঘরে ফিরিয়েছেন সোনু সুদ (Sonu Sood)। অনেক দরিদ্র মানুষের চিকিৎসা, খাওয়া-পরার খরচ জুগিয়েছেন তিনি। এ বার করোনা বিপর্যস্ত দেশে হাজার হাজার কর্মহীন মানুষকে স্বনির্ভর করে তুলতে উদ্যোগী হয়েছেন তিনি।
অভিনেতা সোনু সুদ (Sonu Sood) দেশের বেকার যুবক-যুবতীদের জন্য একটি নতুন প্রকল্প চালু করতে চলেছেন। এই প্রকল্পের মাধ্যমে তিনি অসংখ্য কর্মহীন মানুষকে স্বনির্ভর হয়ে ওঠার ক্ষেত্রে সাহায্য করতে চান।
সোনু সুদের (Sonu Sood) এই প্রকল্পের নাম Zero Investment Business Plan। প্রকল্পের নাম থেকেই এর সম্পর্কে কিছুটা আন্দাজ করা যেতে পারে। এই প্রকল্পের সাহায্যে এক টাকাও বিনিয়োগ না করেই নিজের ব্যবসা শুরু করতে পারবেন অসংখ্য কর্মহীন মানুষ।
টুইটারে একটি ছবি শেয়ার করে সোনু সুদ (Sonu Sood) এই Zero Investment Business Plan সম্পর্কে তথ্য দিয়েছেন। টুইট করা ওই ছবিতে লেখা রয়েছে ‘প্রস্তুত থাকুন। Zero Investment-এ এখন আপনারা নিজেরাই মালিক হয়ে যান। গ্রামে আপনার নিজের ব্যবসা শুরু করুন। এই নতুন উদ্যোগের আওতায় আমরা গ্রামের যুবকদের ক্ষমতায়নের চেষ্টা করব।’