scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

রাজ্যে ১২০৭ শূন্যপদে GDMO নিয়োগ করছে WBHRB; বেতন ২১,০০০ টাকা থেকে শুরু

রাজ্যে ১২০৭ শূন্যপদে GDMO নিয়োগ করছে WBHRB; বেতন ২১,০০০ টাকা থেকে শুরু
  • 1/9

রাজ্যে ১২০৭ শূন্যপদে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (GDMO) নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB)। নির্দিষ্ট প্রার্থী নির্বাচন প্রক্রিয়া মেনে ১২০৭ জন GDMO নিয়োগ করা হবে।

রাজ্যে ১২০৭ শূন্যপদে GDMO নিয়োগ করছে WBHRB; বেতন ২১,০০০ টাকা থেকে শুরু
  • 2/9

আপাতত অস্থায়ী ভিত্তিতে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (GDMO) নিয়োগ করা হবে। পরে কাজের নিরিখে তাঁদের স্থায়ী করা হতে পারে। চলুন এই নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...

রাজ্যে ১২০৭ শূন্যপদে GDMO নিয়োগ করছে WBHRB; বেতন ২১,০০০ টাকা থেকে শুরু
  • 3/9

জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (GDMO): মোট শূন্যপদের সংখ্যা ১২০৭টি, এর মধ্যে অসংরক্ষিত আসন সংখ্যা ৩৭০টি, তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ১৭৫টি, তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ২৩১টি, ওবিসি-এ প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ১২৬টি, ওবিসি-বি প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ১৯৭টি, শরীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ১০৮টি।

Advertisement
রাজ্যে ১২০৭ শূন্যপদে GDMO নিয়োগ করছে WBHRB; বেতন ২১,০০০ টাকা থেকে শুরু
  • 4/9

যোগ্যতা: ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট ১৯৫৬ (১০২ অব ১৯৫৬)-র প্রথম বা দ্বিতীয় সিডিউল অথবা তৃতীয় সিডিউলের পার্ট-টু-র অন্তর্গত এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে প্রার্থীদের মেডিক্যাল প্র্যাক্টিশনার হিসেবে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া অথবা যে কোনও স্টেট মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে।

রাজ্যে ১২০৭ শূন্যপদে GDMO নিয়োগ করছে WBHRB; বেতন ২১,০০০ টাকা থেকে শুরু
  • 5/9

যোগদানের ৬ মাসের মধ্যে প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভূক্ত করাতে হবে। কোনও সরকারি হাসপাতাল বা স্বীকৃত প্রতিষ্ঠানে হাউজ স্টাফ হিসেবে প্রার্থীদের অন্তত ১ বছরের প্র্যাক্টিক্যাল ট্রেনিংয়ের অভিজ্ঞতা থাকলে ভাল।

রাজ্যে ১২০৭ শূন্যপদে GDMO নিয়োগ করছে WBHRB; বেতন ২১,০০০ টাকা থেকে শুরু
  • 6/9

আবেদনকারীর বয়স: ১ জানুয়ারি, ২০২১ তারিখ পর্যন্ত হিসাব অনুযায়ী, আবেদনকারীর বয়স ৩৬ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তফশিলি জাতি-উপজাতি এবং ওবিসি প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় সরকারি নিয়মে ছাড় পাবেন।

রাজ্যে ১২০৭ শূন্যপদে GDMO নিয়োগ করছে WBHRB; বেতন ২১,০০০ টাকা থেকে শুরু
  • 7/9

আবেদনকারীর বেতন: জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (GDMO) পদের বেতন ২১,০০০ টাকা (১৫,৬০০ টাকা + গ্রেড পে ৫,৪০০ টাকা) থেকে ৪৭,৪০০ টাকা (৪২০০০ টাকা + গ্রেড পে ৫,৪০০ টাকা) পর্যন্ত।

Advertisement
রাজ্যে ১২০৭ শূন্যপদে GDMO নিয়োগ করছে WBHRB; বেতন ২১,০০০ টাকা থেকে শুরু
  • 8/9

আবেদনের ফি বাবদ ২১০ টাকা দিতে হবে। ফি দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের গভমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেমে অংশগ্রহণকারী ব্যাঙ্কগুলির মাধ্যমে, গভার্নমেন্ট রিসিপ্ট হেড অফ অ্যাকাউন্ট ‘0051-00-104-002-16’-তে।

রাজ্যে ১২০৭ শূন্যপদে GDMO নিয়োগ করছে WBHRB; বেতন ২১,০০০ টাকা থেকে শুরু
  • 9/9

চেক, ব্যাঙ্ক ড্রাফট, মানি অর্ডার বা নগদে ফি দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের তফসিলি জাতি-উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি দিতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে ২০ ফেব্রুয়ারি, রাত ৮টার মধ্যে www.wbhrb.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে হবে।

Advertisement