scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

এক নজরে রাজ্যের Civil Service প্রিলিমিনারি পরীক্ষার বিষয়, পরীক্ষাকেন্দ্র ও তার কোড

এক নজরে রাজ্যের Civil Service প্রিলিমিনারি পরীক্ষার বিষয়, পরীক্ষাকেন্দ্র ও তার কোড
  • 1/7

২৪ ডিসেম্বর, বৃহ্স্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ২০২১-এর ১৫ জানুয়ারির রাত ১২টা পর্যন্ত আবেদন জানানো যাবে। রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী মার্চ-এপ্রিলে।

এক নজরে রাজ্যের Civil Service প্রিলিমিনারি পরীক্ষার বিষয়, পরীক্ষাকেন্দ্র ও তার কোড
  • 2/7

দুটি ধাপে লিখিত পরীক্ষা (প্রিলিমিনারি ও মেন) আর পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষায় মোট ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হলে তবেই প্রার্থীরা মেন পরীক্ষায় বসতে পারবেন। পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই দুটি ওয়েবসাইট থেকে: (http://www.pscwbonline.gov.in বা http://www.pscwbapplication.in)।

এক নজরে রাজ্যের Civil Service প্রিলিমিনারি পরীক্ষার বিষয়, পরীক্ষাকেন্দ্র ও তার কোড
  • 3/7

প্রিলিমিনারি পরীক্ষায় বিষয়: প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৮টি বিষয় থাকবে। বিষয়গুলি হল, ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স (জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি), ভারতের ইতিহাস, ভারতের ভূগোল ও তার সঙ্গে পশ্চিমবঙ্গের গুরুত্ব, ভারতীয় রাজনীতি এবং অর্থনীতি (Indian Politics and Economy), ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আর সাধারণ মানসিক দক্ষতা (General Mental Ability)। বিষয়গুলির প্রত্যেকটিতে ২৫ নম্বর করে মোট ২০০ নম্বরের প্রশ্নপত্র থাকবে।

Advertisement
এক নজরে রাজ্যের Civil Service প্রিলিমিনারি পরীক্ষার বিষয়, পরীক্ষাকেন্দ্র ও তার কোড
  • 4/7

মেন পরীক্ষার বিষয়: মূল লিখিত পরীক্ষায় মোট ৬টি পেপার থাকবে। প্রথম পত্রে থাকবে বাংলা, হিন্দি, উর্দু, সাঁওতালি অথবা নেপালি ভাষায় লেটার রাইটিং, প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, কম্পোজিশন এবং অনুবাদ। দ্বিতীয় পত্রে থাকবে ইংলিশ লেটার রাইটিং, প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, কম্পোজিশন, ইংরেজি থেকে বাংলা অথবা হিন্দি অথবা উর্দু অথবা সাঁওতালি অথবা নেপালি ভাষায় অনুবাদ।

এক নজরে রাজ্যের Civil Service প্রিলিমিনারি পরীক্ষার বিষয়, পরীক্ষাকেন্দ্র ও তার কোড
  • 5/7

মেন পরীক্ষার বিষয়: তৃতীয় পত্রে থাকবে জেনারেল স্টাডিজ-১, যার মধ্যে রয়েছে ভারতের ইতিহাস, ভারতের ভূগোল ও তার সঙ্গে পশ্চিমবঙ্গের গুরুত্ব। চতুর্থ পত্রে থাকবে জেনারেল স্টাডিজ-২, যার মধ্যে রয়েছে বিজ্ঞান এবং বিজ্ঞানভিত্তিক প্রযুক্তির অগ্রগতি, পরিবেশ, সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স। মূল লিখিত পরীক্ষার পঞ্চম পত্রে থাকবে ভারতীয় সংবিধান এবং অর্থনীতি এবং ষষ্ঠ পত্রে থাকবে গণিত এবং রিজনিং।

এক নজরে রাজ্যের Civil Service প্রিলিমিনারি পরীক্ষার বিষয়, পরীক্ষাকেন্দ্র ও তার কোড
  • 6/7

এ বার জেনে নেওয়া যাক প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র ও তার কোড সম্পর্কে। কলকাতার পরীক্ষাকেন্দ্রের কোড ০১, বারুইপুরের পরীক্ষাকেন্দ্রের কোড ০২, ডায়মন্ড হারবারে পরীক্ষাকেন্দ্রের কোড ০৩, ব্যারাকপুরে পরীক্ষাকেন্দ্রর কোড ০৪, বারাসতে পরীক্ষাকেন্দ্রের কোড ০৫, হাওড়ায় পরীক্ষাকেন্দ্রের কোড ০৬, চুঁচুড়ায় পরীক্ষাকেন্দ্রর কোড ০৭, বর্ধমানে পরীক্ষাকেন্দ্রের কোড ০৮, দুর্গাপুরে পরীক্ষাকেন্দ্রের কোড ০৯, মেদিনীপুরে পরীক্ষাকেন্দ্রের কোড ১০, তমলুকে পরীক্ষাকেন্দ্রের কোড ১১, বাঁকুড়ায় পরীক্ষাকেন্দ্রের কোড ১২, পুরুলিয়া পরীক্ষাকেন্দ্রের কোড ১৩।

এক নজরে রাজ্যের Civil Service প্রিলিমিনারি পরীক্ষার বিষয়, পরীক্ষাকেন্দ্র ও তার কোড
  • 7/7

ঝাড়গ্রাম পরীক্ষাকেন্দ্রের কোড ১৪, সিউড়ি পরীক্ষাকেন্দ্রের কোড ১৫, কৃষ্ণনগর পরীক্ষাকেন্দ্রের কোড ১৬, বহরমপুর পরীক্ষাকেন্দ্রের কোড ১৭, মালদহ পরীক্ষাকেন্দ্রের কোড ১৮, বেলুড় ঘাট পরীক্ষাকেন্দ্রের কোড ১৯, রায়গঞ্জ পরীক্ষাকেন্দ্রের কোড ২০, জলপাইগুড়ি পরীক্ষাকেন্দ্রের কোড ২১, আলিপুরদুয়ার পরীক্ষাকেন্দ্রের কোড ২২, কোচবিহার পরীক্ষাকেন্দ্রের কোড ২৩, শিলিগুড়ি পরীক্ষাকেন্দ্রের কোড ২৪, কালিম্পং পরীক্ষাকেন্দ্রের কোড ২৫ এবং দার্জিলিং পরীক্ষাকেন্দ্রের কোড ২৬৷

Advertisement