scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

EPF Balance Transfer: আপনার আগের সংস্থার PF Balance নতুন সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন কী ভাবে

EPF Balance Transfer: আপনার আগের সংস্থার PF Balance নতুন সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন কী ভাবে? জেনে নিন
  • 1/9

নিয়মের সামান্য রদবদল ঘটিয়ে EPFO-র সদস্যদের টাকা তোলার জটিলতা কাটিয়ে দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। নয়া নিয়মে কোনও সংস্থা থেকে ইস্তফা দেওয়ার পর EPFO থেকে PF-এর টাকা তোলার ক্ষেত্রে ওই সংস্থার উপর নির্ভর করতে হবে না কর্মচারিকে।

EPF Balance Transfer: আপনার আগের সংস্থার PF Balance নতুন সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন কী ভাবে? জেনে নিন
  • 2/9

এতদিন পর্যন্ত কোনও সংস্থায় চাকরি থেকে ইস্তফা দেওয়ার পর ওই সংস্থার EPF অ্যাকাউন্ট গ্রাহকদের (কর্মচারিদের) ‘Date of Exit’ জানাত। এ ক্ষেত্রে গ্রাহক বা কর্মচারিদের জন্য অনলাইনে ‘Date of Exit’ সম্পর্কে ঘোষণার কোনও সুযোগ ছিল না।

EPF Balance Transfer: আপনার আগের সংস্থার PF Balance নতুন সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন কী ভাবে? জেনে নিন
  • 3/9

বলে রাখা ভাল, EPFO-র নথিতে গ্রাহক বা কর্মচারিদের ‘Date of Exit’ আপ ডেট করা না থাকলে EPF অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায় না বা পুরনো সংস্থা থেকে নতুন সংস্থায় অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায় না। তবে এ বার Date of exit-এর সুবিধা গ্রাহক বা কর্মচারিদের নিজের হাতে থাকায় এই কাজ অনায়াসেই সেরে নেওয়া যাবে।

Advertisement
EPF Balance Transfer: আপনার আগের সংস্থার PF Balance নতুন সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন কী ভাবে? জেনে নিন
  • 4/9

সাধারণত, চাকুরিজীবীদের সংস্থা পরিবর্তন করার পর বা অবসর নেওয়ার পরবর্তী ৩৬ মাসের মধ্যে EPF-এর টাকা তোলার বা ট্রান্সফার করার জন্য আবেদন করা যায়।

EPF Balance Transfer: আপনার আগের সংস্থার PF Balance নতুন সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন কী ভাবে? জেনে নিন
  • 5/9

কোনও সংস্থা থেকে ইস্তফা দেওয়ার ১ মাস পর মোট জমা টাকার ৭৫ শতাংশ এবং ২ মাস পর বাকি ২৫ শতাংশ বা মোট ১০০ শতাংশ টাকাই তোলা যায়। তবে এ ক্ষেত্রে অনলাইনে টাকা তোলার জন্য কর্মচারির UAN নম্বরের সঙ্গে Aadhaar-এর লিঙ্ক করা থাকতে হবে।

EPF Balance Transfer: আপনার আগের সংস্থার PF Balance নতুন সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন কী ভাবে? জেনে নিন
  • 6/9

পুরনো সংস্থার EPF অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বা নতুন সংস্থায় অ্যাকাউন্টে ট্রান্সফার করার ক্ষেত্রে UAN নম্বর এক থাকা সত্ত্বেও নতুন সংস্থার অ্যাকাউন্টের সঙ্গে সেটি রেজিস্টার্ড করাতে হয়। এর জন্য EPFO পোর্টালে লগ ইন করে পোর্টালের অনলাইন সার্ভিসে গিয়ে 'One Member-One EPF Account (Transfer request)'-এ ক্লিক করতে হবে।

EPF Balance Transfer: আপনার আগের সংস্থার PF Balance নতুন সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন কী ভাবে? জেনে নিন
  • 7/9

এর পর 'Personal Information' আর 'PF Account' ভেরিফাই করতে হবে। তারপর 'Get Details' অপশনে ক্লিক করে OTP জেনারেট করতে হবে। এরপর আপনার UAN নম্বর আর Aadhaar-এর সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে যে OTP যাবে সেটি সাবমিট করার পর এমপ্লয়ার বা আপনার আগের সংস্থা তা ভেরিফাই করার পর পুরনো PF ব্যালেন্স নতুনে অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে।

Advertisement
EPF Balance Transfer: আপনার আগের সংস্থার PF Balance নতুন সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন কী ভাবে? জেনে নিন
  • 8/9

পুরনো PF ব্যালেন্স নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার করার পর EPF অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চাইলে কী করবেন? এর জন্য EPFO পোর্টালে (unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface) UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর অনলাইন সার্ভিস অপশনে গিয়ে 'Claim' এ ক্লিক করতে হবে।

EPF Balance Transfer: আপনার আগের সংস্থার PF Balance নতুন সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন কী ভাবে? জেনে নিন
  • 9/9

ব্যাঙ্ক একাউন্টের শেষ চারটি সংখ্যা দিয়ে 'Verify' অপশনে ক্লিক করে 'Proceed for online claim' অপশনের ড্রপ ডাউন মেনু থেকে 'PF Advance (ফর্ম ৩১)'-এ ক্লিক করতে হবে। পরবর্তী ড্রপ ডাউন মেনু থেকে 'Purpose' বেছে নিয়ে যত টাকা তুলতে চান তা লিখতে হবে। এরপর EPF অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্কের চেকের স্ক্যান কপি আর নিজের সম্পূর্ণ ঠিকানা দিতে হবে। শেষে 'Get Aadhar OTP' তে ক্লিক করে মোবাইলে আসা OTP পোর্টালের নির্দিষ্ট অংশে দিলেই টাকা তোলার আবেদন জমা পড়ে যাবে।

Advertisement