scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

দুর্গাপুজো মিটতেই পকেট খালি? এই ৫ কাজ করলে কালীপুজোতেও থাকবে হাতে টাকা

দুর্গাপুজো মিটতেই পকেট খালি?
  • 1/7

উৎসবের সময় সব্বার খরচ কম বেশি বাড়ে। কিন্তু, সবাই চাইলেই অতিরিক্ত খরচ করতে পারেন না। তাঁরা সবসময় অভিযোগ করেন যে, উপার্জন ভালোই করেন। তবে টাকা জমাতে পারেন না। 

দুর্গাপুজো মিটতেই পকেট খালি?
  • 2/7

যাঁর যে রকম সামর্থ্য তিনি সেইরকমভাবে খরচ করতে চান। উৎসবের দিন সেই খরচের পরিমাণ বেড়ে যায়। আর বাঙালির দুর্গাপুজোতে খরচ বেশি হবে। সেটাই স্বাভাবিক। তাহলে ভাইফোঁটা বা কালীপুজোতে ,কীভাবে খরচ করবেন?  আসলে এর কারণ হল আপনি টাকা জমাতে পারেন না। কী করলে তা সম্ভব? আসুন দেখি।

দুর্গাপুজো মিটতেই পকেট খালি?
  • 3/7

উৎসবের সময় হাতে টাকা রাখার জন্য যেটা আপনাকে প্রথমেই করতে হবে তা হল সঞ্চয়। সারাবছর আপনাকে অল্প অল্প করে সঞ্চয় করতেই হবে। দেখবেন, মাসে মাসে জমানো সেই অল্প টাকা একসময় অনেকটা হয়ে যাবে। 

Advertisement
দুর্গাপুজো মিটতেই পকেট খালি?
  • 4/7

সঞ্চয়ের জন্য মনস্থির করার পর আমরা প্রথমেই যে ভুলটা করি সেটা হল অপেক্ষা। এমাসে নয় পরের মাস থেকে জমাব। এই মানসিকতা অনেকের থাকে। এর ফলে একের পর এক তারিখ অতিক্রান্ত হয়ে যায়। কিন্তু, আমরা টাকা জমাতে পারি না। তাই অপেক্ষা না করে টাকা সঞ্চয় শুরু করে দিন। 

দুর্গাপুজো মিটতেই পকেট খালি?
  • 5/7

সঞ্চয় শুরু করতে হবে উপার্জনের প্রথম মাস থেকেই। আপনার বেতন যেরকমই হোক না কেন, সেখান থেকেই সঞ্চয়ের চেষ্টা করা দরকার। 
 

দুর্গাপুজো মিটতেই পকেট খালি?
  • 6/7

টাকা জমানোর জন্য একটি এফডি করতে পারেন। এতে আপনার সুবিধা হল, অল্প বা বড় মেয়াদে নির্ভাবনায় ছোট-বড় অঙ্কের টাকা জমিয়ে রাখতে পারবেন।

দুর্গাপুজো মিটতেই পকেট খালি?
  • 7/7

 FD-র সুদের হারও ভিন্ন। সাত দিনের শর্ট টার্ম থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে ভিন্ন ভিন্ন সুদের হার রয়েছে। ২.৭৫ শতাংশ থেকে শুরু করে ৫.৭৫ শতাংশ এমনকি ৬ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়। তাই এই নিয়ে আগে বিস্তারিত খোঁজ নিন, তারপরই এই পথে এগোন। 

Advertisement