scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

SwasthyaSathi: সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে সরকারি হেলথ কার্ড থাকা বাধ্যতামূলক!

SwasthyaSathi: সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে সরকারি হেলথ কার্ড থাকা বাধ্যতামূলক!
  • 1/6

সমগ্র রাজ্যবাসীকে সার্বিক স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে জন্যই সরকারি হাসপাতালে নিখরচায় পরিষেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসাথী চালু করা হয়।

SwasthyaSathi: সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে সরকারি হেলথ কার্ড থাকা বাধ্যতামূলক!
  • 2/6

এ বার বাংলার মানুষকে নিখরচায় সার্বিক স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী বা যে কোনও কেন্দ্র বা রাজ্য সরকারি হেলথ কার্ড সঙ্গে থাকা বাধ্যতামূলক করার নির্দেশ জারি করেছে স্বাস্থ্য দফতর।

SwasthyaSathi: সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে সরকারি হেলথ কার্ড থাকা বাধ্যতামূলক!
  • 3/6

স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, এখন থেকে রাজ্যের সরকারি হাসপাতালে ভর্তি হতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড, কেন্দ্রের সিজিএইচএস কার্ড অথবা ইএসআই কার্ড দেখাতে হবে। কারও কাছে যদি হাসপাতালে ভর্তির সময় এই কার্ডগুলি না থাকে, তাহলে আধার নম্বর দিয়ে স্বাস্থ্য কার্ড সংক্রান্ত তথ্য জানিয়ে ভর্তি হওয়া যাবে।

Advertisement
SwasthyaSathi: সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে সরকারি হেলথ কার্ড থাকা বাধ্যতামূলক!
  • 4/6

যদি উল্লেখিত কোনও সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্পের কার্ড রোগীর কাছে না থাকে, সে ক্ষেত্রে ওই সরকারি হাসপাতালেই স্বাস্থ্যসাথী কার্ড তৈরির ব্যবস্থা করা হবে। নির্দেশ জারি হয়ে গেলেও এর পরিকাঠামোগত বিষয়গুলি গুছিয়ে নিতে আরও ক’টা দিন সময় লাগবে।

SwasthyaSathi: সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে সরকারি হেলথ কার্ড থাকা বাধ্যতামূলক!
  • 5/6

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুধু সরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রেই নয়, সেখানে চালু পিপিপি মডেলে রোগ নির্ধারণ এবং রক্ত পরীক্ষা কেন্দ্রেও পরিষেবা পেতে গেলেও এই একই নিয়ম মেনে চলা হবে। অর্থাৎ, বিনামূল্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা পেতে হেলথ কার্ড দেখানো বাধ্যতামূলক করা হল রাজ্যে।

SwasthyaSathi: সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে সরকারি হেলথ কার্ড থাকা বাধ্যতামূলক!
  • 6/6

এই নির্দেশের ফলে রাজ্যের মানুষের রোগ-ব্যাধি, চিকিৎসা সংক্রান্ত তথ্য থাকবে স্বাস্থ্য দফতরের কাছে। পাশাপাশি ভিন রাজ্য থেকে কত রোগী বাংলায় এসে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাচ্ছেন, তারও হিসাব পাওয়া যেতে পারে।

Advertisement