scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

TDS কাটা বন্ধ হচ্ছে রাজ্যের এই সমস্ত IT কর্মীদের! জানুন সবিস্তারে

Contractual IT Workers: TDS কাটা বন্ধ হচ্ছে রাজ্যের এই সমস্ত IT কর্মীদের!
  • 1/9

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় তৃতীয় পক্ষ (থার্ড পার্টি) বা কোনও এজেন্সির মাধ্যমে চুক্তি ভিত্তিতে নিযুক্ত তথ্যপ্রযুক্তি কর্মীদের ‘ওয়েজ হেড’ থেকে বেতন দেওয়ার নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থদপ্তর।

Contractual IT Workers: TDS কাটা বন্ধ হচ্ছে রাজ্যের এই সমস্ত IT কর্মীদের!
  • 2/9

এর ফলে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় চুক্তি ভিত্তিতে নিযুক্ত তথ্যপ্রযুক্তি কর্মীদের এতদিন পর্যন্ত প্রতিমাসে যে ১০ শতাংশ টাকা TDS (ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স) বাবদ কাটা হত, এ বার তা বন্ধ হচ্ছে।

Contractual IT Workers: TDS কাটা বন্ধ হচ্ছে রাজ্যের এই সমস্ত IT কর্মীদের!
  • 3/9

রাজ্য সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থায় চুক্তি ভিত্তিতে নিযুক্ত তথ্যপ্রযুক্তি কর্মীরা যে বেতন পান তাতে আয়কর খাতে কোনও টাকা কাটার কথা নয়।

Advertisement
Contractual IT Workers: TDS কাটা বন্ধ হচ্ছে রাজ্যের এই সমস্ত IT কর্মীদের!
  • 4/9

কিন্তু এতদিন পর্যন্ত যে ‘প্রফেশনাল হেড’ থেকে রাজ্য সরকারি চুক্তি ভিত্তিতে নিযুক্ত তথ্যপ্রযুক্তি কর্মীদের বেতন দেওয়া হতো তাতে বাধ্যতামূলক ভাবে ১০ শতাংশ হারে TDS কাটার নিয়ম রয়েছে।

Contractual IT Workers: TDS কাটা বন্ধ হচ্ছে রাজ্যের এই সমস্ত IT কর্মীদের!
  • 5/9

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় বিভিন্ন পেশাদারি পরিষেবা দেওয়ার জন্য যে ফি দেওয়া হয় তা এই ‘প্রফেশনাল হেড’ থেকেই দেওয়া হয়।

Contractual IT Workers: TDS কাটা বন্ধ হচ্ছে রাজ্যের এই সমস্ত IT কর্মীদের!
  • 6/9

তৃতীয় পক্ষ (থার্ড পার্টি) বা কোনও এজেন্সির মাধ্যমে বিভিন্ন রাজ্য সরকারি দপ্তর ও সংস্থায় চুক্তি ভিত্তিতে নিযুক্ত তথ্যপ্রযুক্তি কর্মীদের এর আওতায় আনা হয়েছিল। তাই এই চুক্তি ভিত্তিক কর্মীদের বেতন থেকেও TDS কাটা হয়।

Contractual IT Workers: TDS কাটা বন্ধ হচ্ছে রাজ্যের এই সমস্ত IT কর্মীদের!
  • 7/9

এতদিন তৃতীয় পক্ষ (থার্ড পার্টি) বা কোনও নিযুক্ত কর্মীদের EPF কাটা হতো। নতুন ব্যবস্থায় EPF কাটা হবে কী না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

Advertisement
Contractual IT Workers: TDS কাটা বন্ধ হচ্ছে রাজ্যের এই সমস্ত IT কর্মীদের!
  • 8/9

কারণ, সরকারি দপ্তর ও সংস্থায় যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী প্রথম থেকে সরাসরি কাজ করছেন তাঁদের EPF কাটা হয় না। স্থায়ী কর্মী না-হওয়ার ফলে চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মীদের EPF-এর আওতায় আনা যায় না।

Contractual IT Workers: TDS কাটা বন্ধ হচ্ছে রাজ্যের এই সমস্ত IT কর্মীদের!
  • 9/9

রাজ্য সরকারি চুক্তি ভিত্তিতে নিযুক্ত তথ্যপ্রযুক্তি কর্মীদের TDS খাতে প্রতিমাসে যে টাকা কেটে নেওয়া হয়, তা অবশ্য বছরের শেষে আইটি রিটার্ন ফাইল করার পর একসঙ্গে ফিরিয়ে দেওয়া হয়। তবে প্রতিমাসে বেতন থেকে ১০ শতাংশ TDS কাটা বন্ধ হলে এই চুক্তি ভিত্তিক কর্মীদের হাতে নগদ অর্থের পরিমাণ কিছুটা বাড়বে।

Advertisement