scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

এই ৩ ক্ষেত্রে WhatsApp ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’ ফিচার ব্যবহার করা উচিত নয়

These 3 times you should avoid use of WhatsApp's Disappearing messages feature
  • 1/6

সম্প্রতি লঞ্চ হয়েছে বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp-এর নতুন ডিস্যাপিয়ারিং মেসেজ (messages disappearing) ফিচার! WhatsApp-এর নতুন এই ফিাচারে ইউজারের পাঠানো বার্তাগুলি একটি নির্দিষ্ট সময়ের পর নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে। তবে WhatsApp নোটিফিকেশনে ওই মেসেজের প্রিভিউ দেখা যাবে।

These 3 times you should avoid use of WhatsApp's Disappearing messages feature
  • 2/6

এই ফিচার সক্রিয় করার পর কোনও WhatsApp গ্রুপে বা আলাদা ভাবে কাউকে পাঠানো বার্তাগুলি ৭ দিনের মধ্যে নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে। এই বৈশিষ্ট্য WhatsApp-এর সব ধরনের বার্তার ক্ষেত্রেই কার্যকর হবে। তবে তিনটি বিশেষ ক্ষেত্রে WhatsApp-এর এই ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’ ফিচারটি ব্যবহার না করাই ভাল। চলুন এ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

These 3 times you should avoid use of WhatsApp's Disappearing messages feature
  • 3/6

অফিসের কোনও WhatsApp গ্রুপ বা জরুরি কোনও কাজের গ্রুপের ক্ষেত্রে এই ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’ ফিচারটি ব্যবহার না করাই ভাল। এ ক্ষেত্রে যদি গুরুত্বপূর্ণ মেসেজগুলিকে স্টার মার্ক (Starred) করে না রাখা হয়, তাহলে সেগুলি ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’ ফিচারের ফলে হারিয়ে যেতে পারে।

Advertisement
These 3 times you should avoid use of WhatsApp's Disappearing messages feature
  • 4/6

কোনও ব্যবসায়িক লেনদেনের গ্রুপ বা টাকা-পয়সার লেনদেনের কথা আলোচনা হয়, এমন গ্রুপে চ্যাটের ক্ষেত্রে এই ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’ ফিচারটি ব্যবহার না করাই ভাল। এ ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ মেসেজগুলিকে যদি স্টার মার্ক (Starred) করে না রাখা হয়, তাহলে সেগুলি খোয়া যেতে পারে।

These 3 times you should avoid use of WhatsApp's Disappearing messages feature
  • 5/6

শুধু অফিস গ্রুপ বা ব্যবসায়িক গ্রুপের ক্ষেত্রেই নয়, পারিবারিক কোনও বিশেষ WhatsApp গ্রুপে এই ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’ ফিচারটি ব্যবহার না করাই ভাল। কারণ, এ ক্ষেত্রেও ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’ ফিচারের ফলে হারিয়ে যেতে পারে মূল্যবান পারিবারিক স্মৃতি, ছবি, মজার বা স্মরণীয় ঘটনা।

These 3 times you should avoid use of WhatsApp's Disappearing messages feature
  • 6/6

উল্লেখিত তিনটি ক্ষেত্রে WhatsApp গ্রুপে এই ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’ ফিচারটি ব্যবহার না করাই ভাল। তবে তেমন গুরুত্বপূর্ণ নয় এবং ঝামেলামুক্ত চ্যাটের ক্ষেত্রে WhatsApp-এর এই বিশেষ ফিচারটি ব্যবহার করতেই পারেন।

Advertisement