সেভিংস অ্যাকাউন্টগুলিতে সাধারণত সুদের হার কম হয়। তবে কয়েকটি ছোট ও নতুন বেসরকারি ব্যাঙ্কে অন্যান্য বড় ব্যাঙ্কের তুলনায় সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার বেশ ভাল!
এই সমস্ত বেসরকারি ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুললে ৬.৭৫ শতাংশ পর্যন্ত হারে সুদ মিলতে পারে! চলুন জেনে নেওয়া যাক এমনই ৬টি বেসরকারি ব্যাঙ্কের নাম আর সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে তাদের আকর্ষণীয় সুদের হার সম্পর্কে...
Bandhan Bank: এই ব্যাঙ্কটি ৩ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত হারে সুদ দিচ্ছে। Bandhan Bank-এর সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম ৫০০০ টাকা ব্যালেন্স রাখতে হয়।
RBL Bank: এই ব্যাঙ্কটি ৪.৫০ শতাংশ থেকে ৬.২৫ শতাংশ পর্যন্ত হারে সুদ দিচ্ছে। RBL Bank-এর সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা থেকে ২,৫০০ টাকা ব্যালেন্স রাখতে হয়।
IndusInd Bank: এই ব্যাঙ্কটি ৪ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ পর্যন্ত হারে সুদ দিচ্ছে। IndusInd Bank-এর সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম ১,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা ব্যালেন্স রাখতে হয়।
IDFC First Bank: এই ব্যাঙ্কটি ৪ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত হারে সুদ দিচ্ছে। IDFC First Bank-এর সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম ১০,০০০ টাকা ব্যালেন্স রাখতে হয়।
Yes Bank: এই ব্যাঙ্কটি ৪ শতাংশ থেকে ৫.৫ শতাংশ পর্যন্ত হারে সুদ দিচ্ছে। Yes Bank-এর সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম ২,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা ব্যালেন্স রাখতে হয়।