Advertisement
ইউটিলিটি

Railway Rules: ট্রেনে এই ৬ জিনিস নিয়ে উঠলেই সোজা জেলে যেতে হবে

বিশ্বের চতুর্থ বৃহত্তম ট্রেন নেটওয়ার্ক ভারতীয় রেল
  • 1/7

বিশ্বের চতুর্থ বৃহত্তম ট্রেন নেটওয়ার্ক ভারতীয় রেল। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ রেলে যাতায়াত করেন। তা লোকাল ট্রেন হোক বা প্যাসেঞ্জার। নিরাপদে ট্রেনে ভ্রমণ করতে হলে কিছু নিয়ম মেনে চলতে হয়। এই নিয়ম ভাঙলে মোটা অঙ্কের জরিমানা কিংবা কারাদণ্ড হতে পারে। সেটা কী কী জানুন।
 

বাজি
  • 2/7

বাজি- লোকাল ট্রেন বা প্যাসেঞ্জার ট্রেনে বাজি-বোম-বারুদ জাতীয় কোনও পটকা নিয়ে ওঠা যায় না। ধরা পড়লে মোটা অঙ্কের টাকা জরিমানা হতে পারে। সেই সঙ্গে হাজতবাস হবে। ট্রেনে কোনওরকম বিস্ফোরক, বিপজ্জনক ও দাহ্য পদার্থ নিয়ে ওঠা নিষিদ্ধ।
 

অ্যাসিড
  • 3/7

অ্যাসিড বা অ্যাসিড জাতীয় দ্রব্য- ট্রেনে অ্যাসিড বা অ্যাসিড জাতীয় কোনও জিনিস নিয়ে ওঠা নিষইদ্ধ। এতে রেলওয়ে আইনের ১৬৪ ধারায় শাস্তি হতে পারে। সেই সঙ্গে এক হাজার টাকা জরিমানা অথবা তিন বছরের কারাদণ্ডও হতে পারে। 
 

Advertisement
গ্যাস সিলিন্ডার
  • 4/7

স্টোভ বা গ্যাস সিলিন্ডার- ট্রেনে মিনি বা বড় কোনও গ্যাস সিলিন্ডার নেওয়াই নিষিদ্ধ। এমনকি স্টোভ নিয়েও ওঠা যায় না। গ্যাস সিলিন্ডার নিতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে, তবে সিলিন্ডার খালি থাকলেই অনুমতি মেলে।
 

শুকনো নারকেল
  • 5/7

শুকনো নারকেল- ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, ট্রেনে শুকনো নারকেল নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুকনো নারকেলের বাইরের অংশ দাহ্য। আগুন লাগার ঝুঁকি তৈরি করে এটি। তাই ট্রেনে নারকেল নিয়ে গেলে জরিমানা হয়।
 

প্যাসেঞ্জার ট্রেনে মাল
  • 6/7

প্যাসেঞ্জার ট্রেনে মাল- প্যাসেঞ্জার বা লোকাল ট্রেনে একটা নির্দিষ্ট ওজন পর্যন্ত মাল নিয়ে নেওয়া যায়। একটি নির্দিষ্ট ওজনের বেশি মাল নিয়ে গেলে বাড়তি টাকা দিতে হতে পারে। এছাড়া, ট্রেনে স্কুটার বা সাইকেল নিয়ে ওঠা যায় না।
 

কুকুর
  • 7/7

এছাড়া, এসি স্লিপার কোচ, এসিসি চেয়ার কার কোচ, স্লিপার ক্লাস ও সেকেন্ড ক্লাস কোচে পোষ্য কুকুর নিয়ে যাওয়ার অনুমতি নেই। কুকুর নিয়ে যেতে হলে কুপে টিকিট কাটতে হয়।
 

Advertisement