Advertisement
ইউটিলিটি

Google Search-এর ক্ষেত্রে এই সামান্য ভুল ডেকে আনতে পারে মারাত্মক বিপদ!

  • 1/9

এখন অধিকাংশ মানুষই মনে রাখার জন্য খুব একটা মাথা ঘামান না। কারণ, কোনও প্রশ্ন মাথায় এলেই প্রথমে সে বিষয়ে Google-এ সার্চ করে নেন। উত্তর আর ব্যাখ্যার লম্বা তালিকা খুলে যায় চোখের সামনে।

  • 2/9

কিন্তু জানেন কি, Google Search-এর ক্ষেত্রে সামান্য কয়েকটি ভুলে মারাত্মক ক্ষতি হতে পারে আপনার! Google Search-এর ক্ষেত্রে এমন কিছু ভুল আমরা অজান্তেই করে থাকি যার ফলে আমাদের যাবতীয় গোপন ও জরুরি নথি, তথ্য চলে যেতে পারে হ্যাকারদের কবলে।

  • 3/9

Google Search-এর ক্ষেত্রে সামান্য অসতর্কতায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুঠ করে নিতে পারে ব্যাঙ্ক জালিয়াত, হ্যাকারদের দল। শুধু তাই নয়, আপনার কল লিস্ট, মেইল, মেসেজ ঘেঁটে হ্যাকাররা হানা দিতে পারে আপনার আত্মীয়-স্বজনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

Advertisement
  • 4/9

সম্প্রতি দিল্লির এক বাসিন্দার ৮০ হাজার টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নিয়েছে একদল হ্যাকার। তিনিও অজ্ঞতার বশে Google Search-এর ক্ষেত্রে সামান্য একটা ভুল করে ফেলেছিলেন। 

  • 5/9

DTDC-র কাস্টোমার কেয়ার নম্বরের খোঁজে Google Search করছিলেন ওই ব্যক্তি। তার পর Google-এ DTDC-র কাস্টোমার কেয়ারের নম্বর দেখতে পেয়ে সেখান থেকেই কল করে বসেন তিনি। ব্যস, কলটি সোজা চলে যায় হ্যাকারদের কাছে।

  • 6/9

এর পরই ক্যুরিয়ার সংস্থার (যা আসলে ব্যাঙ্ক জালিয়াত বা হ্যাকারের পাতা একটি প্রতারনার ফাঁদ) নির্দেশ মেনে দিল্লির ওই ব্যক্তি নিজের রেজিটার্ড মোবাইল নম্বর, ঠিকানা, ব্যাঙ্ক ডিটেলস ইত্যাদি জরুরি তথ্য জানিয়ে দেন। 

  • 7/9

তার পর দ্রুত ডেলিভারি পাওয়ার আশায় ডেবিট কার্ড আগাম পেমেন্ট করতে চান। এর পরই দুবার OTP আসে যা TeamViewer-এর সাহায্যে দেখে নেয় ব্যাঙ্ক জালিয়াতরা। এই OTP-র সাহায্যে দিল্লির ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৮০ হাজার টাকা লুঠ করে ওই ব্যাঙ্ক জালিয়াতরা।

Advertisement
  • 8/9

সাইবার অপরাধ বিশেষজ্ঞদের মতে, শুধু DTDC-র কাস্টোমার কেয়ার নম্বরেই নয়, Google Search-এ Swiggy, Amazon, Zomato-র মতো এমন আরও অনেক ই-কমার্স প্ল্যাটফর্মের কাস্টোমার কেয়ারের লিঙ্কের আড়ালে প্রতারনার ফাঁদ পেতে রাখে ব্যাঙ্ক জালিয়াত বা হ্যাকাররা। 

  • 9/9

তাই যে কোনও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তবেই কাস্টোমার কেয়ারের নম্বর খুঁজে কল করা উচিৎ। পাশাপাশি কোনও সংস্থার কাস্টোমার কেয়ারেই ফোন করে ভুলেও নিজের ব্যাঙ্কের ডিটেলস শেয়ার করবেন না।

Advertisement