scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

এ পর্যন্ত মোট ৫ বার! এমন লাল কাটা চিহ্ন দেখা গিয়েছে Time ম্যাগাজিনের কভারে

এ পর্যন্ত মোট ৫ বার! এমন লাল কাটা চিহ্ন দেখা গিয়েছে Time ম্যাগাজিনের কভারে
  • 1/7

Time ম্যাগাজিনের সাম্প্রতিক প্রচ্ছদে বিগত ১০০ বছরের ইতিহাসে ২০২০ সালকে সবচেয়ে খারাপ বছর হিসাবে উল্লেখ করা হয়েছে। তাই এই প্রচ্ছদের কভারে ২০২০ সালের উপর বড় করে লাল কাটা চিহ্ন এঁকে দেওয়া হয়েছে।

এ পর্যন্ত মোট ৫ বার! এমন লাল কাটা চিহ্ন দেখা গিয়েছে Time ম্যাগাজিনের কভারে
  • 2/7

তবে এ বারই প্রথম নয়, এর আগেও চার বার এই রকম লালা কাটা চিহ্ন দেখা গিয়েছে Time ম্যাগাজিনের কভারে। বিপর্যয় বা খারাপ অধ্যায়ের সমাপ্তি বোঝাতে এই লাল কাটা চিহ্ন ব্যবহার করা হয়েছে। চলুন লাল কাটা চিহ্ন-সহ Time ম্যাগাজিনের কভারগুলি দেখে নেওয়া যাক...

এ পর্যন্ত মোট ৫ বার! এমন লাল কাটা চিহ্ন দেখা গিয়েছে Time ম্যাগাজিনের কভারে
  • 3/7

প্রথমবার ১৯৪৫ সালে জার্মান একনায়ক অ্যাডল্ফ হিটলারের মৃত্যুর পর প্রকাশিত Time ম্যাগাজিনের প্রচ্ছদের কভারে এমন রেড ক্রস দেখা গিয়েছিল। 

Advertisement
এ পর্যন্ত মোট ৫ বার! এমন লাল কাটা চিহ্ন দেখা গিয়েছে Time ম্যাগাজিনের কভারে
  • 4/7

২০০৩ সালে ইরাকে যুদ্ধ শুরুর পর সে দেশের তৎকালীন তথা পঞ্চম প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের ছবি-সহ প্রকাশিত Time ম্যাগাজিনের প্রচ্ছদের কভারে এমন রেড ক্রস দেখা গিয়েছিল।

এ পর্যন্ত মোট ৫ বার! এমন লাল কাটা চিহ্ন দেখা গিয়েছে Time ম্যাগাজিনের কভারে
  • 5/7

এর পর ২০০৬ সালে ইরাকে আল-কায়দা নেতা আবু মওসাব আল-জারকাবিকে মার্কিন সেনা খতম করার পর Time ম্যাগাজিনের প্রচ্ছদের কভারে এমন রেড ক্রস দেখা গিয়েছিল।

এ পর্যন্ত মোট ৫ বার! এমন লাল কাটা চিহ্ন দেখা গিয়েছে Time ম্যাগাজিনের কভারে
  • 6/7

২০০৬ সালের পর ২০১১-এ আল-কায়দা নেতা ওসামা বিন লাদেনকে মার্কিন সেনা খতম করার পর Time ম্যাগাজিনের প্রচ্ছদের কভারে লাদেনের ছবির উপর এমন রেড ক্রস দেখা গিয়েছিল।

এ পর্যন্ত মোট ৫ বার! এমন লাল কাটা চিহ্ন দেখা গিয়েছে Time ম্যাগাজিনের কভারে
  • 7/7

বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ বছর হিসাবে ২০২০ সালকে উল্লেখ করা হয়েছে Time ম্যাগাজিনের সাম্প্রতিক প্রচ্ছদে। তাই এ বারও এই প্রচ্ছদের কভারে ২০২০ সালের উপর বড় করে এমন রেড ক্রস চিহ্ন ফের দেখা গেল।

Advertisement