প্রচুর শূন্যপদে সিনিয়র এক্সিকিউটিভ ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL)-এ। এটি কেন্দ্রীয় সরকারের একটি যৌথ উদ্যোগ। মোট ৬১টি শূন্যপদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। ভাল কাজের নিরিখে এই চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়ানো হতে পারে।
সিনিয়র এক্সিকিউটিভ (সিভিল): মোট শূন্যপদের সংখ্যা ৫৩টি (পোস্ট কোড-SEC)। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিই, বিটেক অথবা ডিপ্লোমা থাকা প্রার্থীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। বেতন ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা। ছবি: NHSRCL-এর টুইটার থেকে।
সিনিয়র এক্সিকিউটিভ (এস অ্যান্ড টি): মোট শূন্যপদের সংখ্যা ৩টি (পোস্ট কোড-SEST)। ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার, ইনফর্মেশন টেকনোলজির বিই, বিটেক অথবা ডিপ্লোমা থাকা প্রার্থীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। বেতন ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা। ছবি: NHSRCL-এর টুইটার থেকে।
সিনিয়র এক্সেকিউটিভ (ইলেক্ট্রিক্যাল): মোট শূন্যপদের সংখ্যা ২টি (পোস্ট কোড-SEELE)। ইলেক্ট্রিক্যাল অথবা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের বিই, বিটেক অথবা ডিপ্লোমা থাকা প্রার্থীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। মূল বেতন ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (জেনারেল): মোট শূন্যপদের সংখ্যা ১টি (পোস্ট কোড-AMG)। যে কোনও শাখার ডিগ্রি থাকা প্রার্থীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। মূল বেতন ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা। ছবি: NHSRCL-এর টুইটার থেকে।
সিনিয়র এক্সিকিউটিভ (জেনারেল): মোট শূন্যপদের সংখ্যা ২টি (পোস্ট কোড-SEG)। যে কোনও শাখার ডিগ্রি থাকা প্রার্থীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। মূল বেতন ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা।
উল্লেখিত সবকটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখ পর্যন্ত ২০ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তফশিলি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছর, ওবিসি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছরের ছাড় পাবেন।
প্রার্থী বাছাই করা হবে ৩টি পর্যায়ে পরীক্ষার মাধ্যমে। প্রথম পর্যায়ে থাকবে কম্পিউটার বেসড পরীক্ষা, দ্বিতীয় পর্যায়ে থাকবে ইন্টারভিউ আর তৃতীয় পর্যায়ে থাকবে প্রার্থীর ডাক্তারি পরীক্ষা। পরীক্ষার কল লেটার এই www.nhsrcl.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।