scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

১ এপ্রিল থেকে ব্যাঙ্কের তরফে এই সমস্ত SMS আর পাবেন না কোনও গ্রাহক!

New SMS Rules for Banks: ১ এপ্রিল থেকে ব্যাঙ্কের তরফে এই সমস্ত SMS আর পাবেন না কোনও গ্রাহক!
  • 1/9

SMS-এর মাধ্যমে ব্যাঙ্কিং ক্ষেত্রে প্রতারণা রুখতে কড়া পদক্ষেপ করল টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (TRAI)। বাণিজ্যিক ভাবে প্রতারণা রুখতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)-র সঙ্গেও আলোচনা করেছে TRAI।

New SMS Rules for Banks: ১ এপ্রিল থেকে ব্যাঙ্কের তরফে এই সমস্ত SMS আর পাবেন না কোনও গ্রাহক!
  • 2/9

দেশের সব টেলিকম সংস্থাগুলির পাশাপাশি সমস্ত ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিও যাতে SMS-এর নতুন নিয়ম মেনে চলে, তার জন্য রিজার্ভ ব্যাঙ্ককে (RBI) নির্দেশ জারি করতে অনুরোধ জানিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (TRAI)।

New SMS Rules for Banks: ১ এপ্রিল থেকে ব্যাঙ্কের তরফে এই সমস্ত SMS আর পাবেন না কোনও গ্রাহক!
  • 3/9

TRAI-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, এমন বেশ কিছু সংস্থা রয়েছে যারা বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির নামে নানা ভাবে সাধারণ মানুষকে প্রতারিত করে। এমন ৪০টি প্রতারক সংস্থার তালিকা তৈরি করেছে TRAI।

Advertisement
New SMS Rules for Banks: ১ এপ্রিল থেকে ব্যাঙ্কের তরফে এই সমস্ত SMS আর পাবেন না কোনও গ্রাহক!
  • 4/9

TRAI-এর তরফে জানানো হয়েছে যে, ওই সমস্ত প্রতারক সংস্থা SBI, ICICI Bank, HDFC Bank, Kotak Mahidra Bank বা LIC-র মতো প্রতিষ্ঠানের নামে প্রতারণমূলক Bulk SMS পাঠিয়ে তাদের লক্ষ লক্ষ গ্রাহককে প্রতারণারজালে ফাঁসায়।

New SMS Rules for Banks: ১ এপ্রিল থেকে ব্যাঙ্কের তরফে এই সমস্ত SMS আর পাবেন না কোনও গ্রাহক!
  • 5/9

দেশের সব টেলিকম সংস্থাগুলিকে TRAI-এর নির্দেশ, প্রচার ভিত্তিক SMS-এর নয়া বিধি না মানলে ১ এপ্রিল, ২০২১ থেকে SMS পরিষেবা বন্ধ হয়ে যাবে।

New SMS Rules for Banks: ১ এপ্রিল থেকে ব্যাঙ্কের তরফে এই সমস্ত SMS আর পাবেন না কোনও গ্রাহক!
  • 6/9

TRAI-এর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, সমস্ত ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিকেই টেলি মার্কেটিং-এর ক্ষেত্রে SMS-এর নয়া বিধি মেনে কাজ করতে হবে। গ্রাহকদের স্বার্থ রক্ষার খাতিরেই এই নিয়ম কার্যকর হচ্ছে।

New SMS Rules for Banks: ১ এপ্রিল থেকে ব্যাঙ্কের তরফে এই সমস্ত SMS আর পাবেন না কোনও গ্রাহক!
  • 7/9

SMS-এর মাধ্যমে ব্যাঙ্কিং ক্ষেত্রে প্রতারণা রুখতে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (TRAI)-র নতুন নিয়মে SMS পরিষেবা চালু রাখতে প্রত্যেক সংস্থাকেই SMS Scrubbing পদ্ধতি মেনে চলতে হবে।

Advertisement
New SMS Rules for Banks: ১ এপ্রিল থেকে ব্যাঙ্কের তরফে এই সমস্ত SMS আর পাবেন না কোনও গ্রাহক!
  • 8/9

অর্থাৎ, ব্যাঙ্ক বা কোনও আর্থিক সংস্থার সংস্থার নাম করে তাদের গ্রাহকদের SMS করার ক্ষেত্রে তৃতীয় পক্ষকে তার সংস্থার সম্পূর্ণ তথ্য বিস্তারিত ভাবে জমা দিতে হবে। সংস্থার নাম Blockchain Platform-এ নথিভুক্ত করতে হবে। এই পঞ্জিকৃত করার পদ্ধতিকেই SMS Scrubbing পদ্ধতিও বলা হয়।

New SMS Rules for Banks: ১ এপ্রিল থেকে ব্যাঙ্কের তরফে এই সমস্ত SMS আর পাবেন না কোনও গ্রাহক!
  • 9/9

প্রতারণমূলক Bulk SMS-এর প্রবণতা বন্ধ করতেই এই পদক্ষেপ করেছে TRAI। SMS Scrubbing ডেটা ও তার ফলাফল বিশ্লেষণ করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া। এই বিষয়ে গত ২৫ মার্চ টেলি মার্কেটিং সংস্থাগুলির সঙ্গে একটি বৈঠকও হয়েছে TRAI-এর।

Advertisement