scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

করোনার টিকা নিতে যাবেন? বিনামূল্যে কেন্দ্রে পৌঁছে দেবে Uber!

Uber Support For Covid Vaccination: করোনার টিকা নিতে যাবেন? প্রায় বিনামূল্যে কেন্দ্রে পৌঁছে দেবে Uber!
  • 1/9

ফের বাড়তে শুরু করেছে দেশের করোনা সংক্রমণ! মহারাষ্ট্র-সহ পাঁচ রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। বাংলার পরিস্থিতিও বেশ উদ্বেগজনক! সরকারি হিসাব অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬ হাজার!

Uber Support For Covid Vaccination: করোনার টিকা নিতে যাবেন? প্রায় বিনামূল্যে কেন্দ্রে পৌঁছে দেবে Uber!
  • 2/9

দেশজুড়ে করোনার টিকাকরণ চলছে জানুয়ারি থেকেই। তবু এখনও দেশের একটা বড় অংশেরই করোনার টিকা নেওয়া হয়নি। কারণ, পয়তাল্লিশের কম যাঁদের বয়স, তাঁদের গণটিকাকরণের কথা ঘোষণা করেনি কেন্দ্র।

Uber Support For Covid Vaccination: করোনার টিকা নিতে যাবেন? প্রায় বিনামূল্যে কেন্দ্রে পৌঁছে দেবে Uber!
  • 3/9

প্রতিদিন যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে টিকাকরণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে সকলের জন্যই! রাজ্যে ভোট চলায় টিকাকেন্দ্রে পৌঁছাতেও সমস্যায় পড়তে হচ্ছে রাজ্যবাসিকে। কারণ, ভোটের জন্য কমেছে গণপরিবহনের (বাস বা অন্যান্য গাড়ি) সংখ্যা।

Advertisement
Uber Support For Covid Vaccination: করোনার টিকা নিতে যাবেন? প্রায় বিনামূল্যে কেন্দ্রে পৌঁছে দেবে Uber!
  • 4/9

এই পরিস্থিতিতে রাজ্যের মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল অ্যাপ ক্যাব সংস্থা Uber। এ বার প্রায় বিনামূল্যেই মানুষকে তাঁর টিকাগ্রহণ কেন্দ্রে পৌঁছে দেবে সংস্থার ক্যাব। এর জন্য ১ কোটি টাকা বরাদ্দ করেছে Uber।

Uber Support For Covid Vaccination: করোনার টিকা নিতে যাবেন? প্রায় বিনামূল্যে কেন্দ্রে পৌঁছে দেবে Uber!
  • 5/9

আসলে এই উদ্যোগে Uber তার যাত্রীসাধারণকে যাতায়াত বাবদ মোট ৩০০ টাকার ছাড় দিচ্ছে! অর্থাৎ, টিকাগ্রহণ কেন্দ্রে যাওয়ার সময় যা ভাড়া হবে তার থেকে সরাসরি ১৫০ টাকা ছাড় পাবেন যাত্রীরা। একই ভাবে টিকাগ্রহণ কেন্দ্র থেকে ফেরার সময়ও মোট ভাড়া থেকে ১৫০ টাকা ছাড় দেবে Uber।

Uber Support For Covid Vaccination: করোনার টিকা নিতে যাবেন? প্রায় বিনামূল্যে কেন্দ্রে পৌঁছে দেবে Uber!
  • 6/9

এই বিশেষ ছাড় পেতে যাত্রীদের ক্যাব বুকিংয়ের সময় একটি প্রোমো কোড ব্যবহার করতে হবে। Uber অ্যাপের 'ওয়ালেট' মেনুতে গিয়ে 'অ্যাড প্রোমো কোড'-এর জায়গায় 10M21V কোডটি বসাতে হবে যাত্রীদের।

Uber Support For Covid Vaccination: করোনার টিকা নিতে যাবেন? প্রায় বিনামূল্যে কেন্দ্রে পৌঁছে দেবে Uber!
  • 7/9

সংস্থা জানিয়েছে, যাত্রীরা সর্বাধিক দু'বার এই 10M21V কোডটি ব্যবহার করে ১৫০ টাকা করে দু'বারে মোট ৩০০ টাকার ছাড় পেতে পারেন।

Advertisement
Uber Support For Covid Vaccination: করোনার টিকা নিতে যাবেন? প্রায় বিনামূল্যে কেন্দ্রে পৌঁছে দেবে Uber!
  • 8/9

কনোরা টিকাকরণের এই প্রোমো কোডটি কলকাতার সমস্ত Uber ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য। যাত্রীরা স্থানীয় সরকারি বা বেসরকারি টিকাকরণ কেন্দ্র নির্বাচিত করলেই 10M21V কোড ব্যবহার করে ক্যাব বুকিং করা যাবে।

Uber Support For Covid Vaccination: করোনার টিকা নিতে যাবেন? প্রায় বিনামূল্যে কেন্দ্রে পৌঁছে দেবে Uber!
  • 9/9

এই উদ্যোগ প্রসঙ্গে Uber India And South Africa-র প্রেসিডেন্ট প্রভজিৎ সিংহ জানান, সাধারণ মানুষকে নিরাপদে টিকাগ্রহণ কেন্দ্রে পৌঁছে দিতেই ১ কোটি টাকার তহবিল গড়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটের আবহে ধুঁকতে থাকা রাজ্যের পরিবহণ ব্যবস্থায় Uber-এর এই উদ্যোগে উপকৃত হবেন রাজ্যের মানুষ।

Advertisement