scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

আগামিকাল কি রাজ্যে খোলা থাকছে ব্যাঙ্ক? কর্তৃপক্ষের নির্দেশে বাড়ছে ধোঁয়াশা!

Bank Services in Bengal: আগামিকাল কি খোলা থাকছে ব্যাঙ্ক? কর্তৃপক্ষের নয়া সিন্ধান্তে বাড়ছে ধোঁয়াশা!
  • 1/9

করোনা পরিস্থিতির ভয়াবহতার জেরে গত ১৬ মে থেকে পশ্চিমবঙ্গে কার্যত লকডাউন ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া বিধিনিষেধের ঘেরাটোপে সেই থেকেই চলতে হচ্ছে রাজ্যবাসীকে।

Bank Services in Bengal: আগামিকাল কি খোলা থাকছে ব্যাঙ্ক? কর্তৃপক্ষের নয়া সিন্ধান্তে বাড়ছে ধোঁয়াশা!
  • 2/9

পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় রাজ্যে কার্যকর হওয়া বিধিনিষেধের মেয়াদ ৩০ মে থেকে বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করার সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Bank Services in Bengal: আগামিকাল কি খোলা থাকছে ব্যাঙ্ক? কর্তৃপক্ষের নয়া সিন্ধান্তে বাড়ছে ধোঁয়াশা!
  • 3/9

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী, সেই মর্মে রাজ্যের সর্বোত্র নির্দেশ জারি করেছে নবান্ন। অর্থাৎ, রাজ্যজুড়ে আপাতত ১৫ জুন পর্যন্ত কার্যকর থাকছে ১৬ মে থেকে জারি হওয়া সরকারি নির্দেশিকা৷

Advertisement
Bank Services in Bengal: আগামিকাল কি খোলা থাকছে ব্যাঙ্ক? কর্তৃপক্ষের নয়া সিন্ধান্তে বাড়ছে ধোঁয়াশা!
  • 4/9

নবান্নের ওই নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র দ্বিতীয় আর চতুর্থ শনিবারেই নয়, করোনার বিধিনিষেধ মেনে প্রত্যেক শনি-রবিবারই এ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকার কথা। অন্যান্য দিনগুলিতে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্কের শাখাগুলি থেকে পরিষেবা মিলবে।

Bank Services in Bengal: আগামিকাল কি খোলা থাকছে ব্যাঙ্ক? কর্তৃপক্ষের নয়া সিন্ধান্তে বাড়ছে ধোঁয়াশা!
  • 5/9

গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ১৫ জুন পর্যন্ত রাজ্যে কার্যকর হওয়া বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন। এর পরই কিছু ব্যাঙ্ক কর্তৃপক্ষ স্বতপ্রণোদিত ভাবে আগামিকাল শাখায় ব্যাঙ্কিং পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেন।

Bank Services in Bengal: আগামিকাল কি খোলা থাকছে ব্যাঙ্ক? কর্তৃপক্ষের নয়া সিন্ধান্তে বাড়ছে ধোঁয়াশা!
  • 6/9

এতদিন পর্যন্ত নবান্নের নির্দেশ মেনেই পরিষেবা দিচ্ছিল রাজ্যের সমস্ত ব্যাঙ্কের শাখাগুলি, প্রত্যেক শনি-রবিবারই বন্ধ রাখা হচ্ছিল সমস্ত শাখা। কিন্তু সরকারি নির্দেশের উল্টো পথে হেঁটে বেশ কয়েকটি প্রথমসারির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ আগামিকাল এ রাজ্য ব্যাঙ্কিং পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

Bank Services in Bengal: আগামিকাল কি খোলা থাকছে ব্যাঙ্ক? কর্তৃপক্ষের নয়া সিন্ধান্তে বাড়ছে ধোঁয়াশা!
  • 7/9

এই সিদ্ধান্ত প্রসঙ্গে এসবিআই স্টাফ অ্যাসোসিয়েশনের (বেঙ্গল সার্কেল) প্রাক্তন ডেপুটি চিফ সেক্রেটারি (Ex Dy Chief Secretary of SBISA) অশোক মুখোপাধ্যায় বলেন, “ব্যাঙ্ক কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত যেমন সরকারি সিদ্ধান্তের পরিপন্থী, তেমনই এর ফলে মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হবে।”

Advertisement
Bank Services in Bengal: আগামিকাল কি খোলা থাকছে ব্যাঙ্ক? কর্তৃপক্ষের নয়া সিন্ধান্তে বাড়ছে ধোঁয়াশা!
  • 8/9

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স এসোসিয়েশনের (SBIOA) সাধারণ সম্পাদক তথা অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স’ কনফেডারেশনের (AIBOC) পশ্চিমবঙ্গ শাখার সভাপতি শুভজ্যোতি চট্টপাধ্যায় বলেন, “প্রথমে ব্যাঙ্ক অফ বরোদা এবং পিএনবি কর্তৃপক্ষ স্বতপ্রণোদিত ভাবে আগামিকাল শাখায় ব্যাঙ্কিং পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেন। সরকারি নির্দেশের বিপরীতে হেঁটে কেন এমন একটা সিদ্ধান্ত নেওয়া হল জানি না।”

Bank Services in Bengal: আগামিকাল কি খোলা থাকছে ব্যাঙ্ক? কর্তৃপক্ষের নয়া সিন্ধান্তে বাড়ছে ধোঁয়াশা!
  • 9/9

শুভজ্যোতিবাবু জানান, আগামিকালই বিষয়টি জানিয়ে এই জটিলতার মিমাংসা করতে রাজ্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে দেখা করতে যাবেন রাজ্যের UFBU-এর আহ্বায়ক গৌতম নিয়োগি এবং AUBOCWBSU-এর রাজ্য সম্পাদক সঞ্জয় দাস। শনিবারের আলোচনায় এই জটিলতার কোনও সমাধানসূত্র মিলবে বলে আশা করেন শুভজ্যোতিবাবু।

Advertisement