Advertisement
ইউটিলিটি

Vande Bharat: ঝাঁ চকচকে ওয়াশরুম, আরামদায়ক স্লিপার কোচ; নতুন বন্দে ভারতের ভেতরটা কেমন?

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই হাওড়া থেকে গুয়াহাটি রুটে চলতে শুরু করবে বন্দে ভারত (Vande Bharat) স্লিপার ট্রেন। এমনটাই ঘোষণা করেছে রেল মন্ত্রক।
  • 1/9

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই হাওড়া থেকে গুয়াহাটি রুটে চলতে শুরু করবে বন্দে ভারত (Vande Bharat) স্লিপার ট্রেন। এমনটাই ঘোষণা করেছে রেল মন্ত্রক।
 

ট্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বিশেষ জীবাণুনাশক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ড্রাইভারের কেবিনেও আধুনিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে।
  • 2/9

ট্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বিশেষ জীবাণুনাশক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ড্রাইভারের কেবিনেও আধুনিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে।
 

ট্রেনের বাইরের অংশটিও অ্যারোডাইনামিক। দরজাগুলি স্বয়ংক্রিয়ভাবে খুলবে এবং বন্ধ হবে। কোচের ভিতরে রয়েছে সিসিটিভি। ওয়াশরুমও অত্যাধুনিক সজ্জায় সজ্জিত।
  • 3/9

ট্রেনের বাইরের অংশটিও অ্যারোডাইনামিক। দরজাগুলি স্বয়ংক্রিয়ভাবে খুলবে এবং বন্ধ হবে। কোচের ভিতরে রয়েছে সিসিটিভি। ওয়াশরুমও অত্যাধুনিক সজ্জায় সজ্জিত।
 

Advertisement
কমলা এবং ধূসর রঙের এই ট্রেন সর্বোচ্চ ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছতে পারে। এই বন্দে ভারত স্লিপার ট্রেনের এক একটি টিকিটের দাম কত জানেন?
  • 4/9

কমলা এবং ধূসর রঙের এই ট্রেন সর্বোচ্চ ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছতে পারে। এই বন্দে ভারত স্লিপার ট্রেনের এক একটি টিকিটের দাম কত জানেন?
 

বন্দে ভারত ট্রেনগুলি বর্তমানে ২০টি কোচ নিয়ে চলে। রেলমন্ত্রী জানিয়েছেন যে বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬টি কোচ থাকবে।
  • 5/9

বন্দে ভারত ট্রেনগুলি বর্তমানে ২০টি কোচ নিয়ে চলে। রেলমন্ত্রী জানিয়েছেন যে বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬টি কোচ থাকবে। 
 

এর মধ্যে ১১টি কোচ হবে এসি ৩-টিয়ার, ৪টি কোচ হবে এসি ২-টিয়ার এবং ১টি কোচ হবে ফার্স্ট এসি। এই ট্রেনে মোট ৮২৩ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ৬১১ জন যাত্রী ৩-টিয়ার, ১৮৮ জন যাত্রী ২-টিয়ার এবং ২৪ জন যাত্রী প্রথম এসিতে ভ্রমণ করতে পারবেন।
  • 6/9

এর মধ্যে ১১টি কোচ হবে এসি ৩-টিয়ার, ৪টি কোচ হবে এসি ২-টিয়ার এবং ১টি কোচ হবে ফার্স্ট এসি। এই ট্রেনে মোট ৮২৩ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ৬১১ জন যাত্রী ৩-টিয়ার, ১৮৮ জন যাত্রী ২-টিয়ার এবং ২৪ জন যাত্রী প্রথম এসিতে ভ্রমণ করতে পারবেন।
 

সরকারি তথ্য অনুসারে, গুয়াহাটি থেকে কলকাতা থার্ড এসি ট্রেনের ভাড়া হবে ২,৩০০ টাকা, যেখানে সেকেন্ড এসির ভাড়া হবে ৩,০০০ টাকা। প্রথম এসি ভাড়া হবে ৩,৬০০ টাকা।
  • 7/9

সরকারি তথ্য অনুসারে, গুয়াহাটি থেকে কলকাতা থার্ড এসি ট্রেনের ভাড়া হবে ২,৩০০ টাকা, যেখানে সেকেন্ড এসির ভাড়া হবে ৩,০০০ টাকা। প্রথম এসি ভাড়া হবে ৩,৬০০ টাকা।

Advertisement
রেলের তরফে পাওয়া শেষ খবর অনুযায়ী হাওড়া স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। হুগলি, পূর্ব বর্ধমান, মুশিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি এবং কোচবিহার হয়ে অসমের বনগাইগাঁও এবং কামরূপ মেট্রোপলিটান জেলাকে ছোঁবে। কম খরচে উন্নততর পরিষেবা দিতেই বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর ভাবনা ব
  • 8/9

রেলের তরফে পাওয়া শেষ খবর অনুযায়ী হাওড়া স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। হুগলি, পূর্ব বর্ধমান, মুশিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি এবং কোচবিহার হয়ে অসমের বনগাইগাঁও এবং কামরূপ মেট্রোপলিটান জেলাকে ছোঁবে। কম খরচে উন্নততর পরিষেবা দিতেই বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর ভাবনা বলেই দাবি কর্তৃপক্ষের।

হাওড়া থেকে কামাখ্যা রুটে ট্রেন থামবে-ব্যান্ডেল, কাটোয়া, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও ও কামাখ্যা স্টেশনে। ১৪ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই হাওড়া থেকে কামাখ্যা পৌঁছবে এই ট্রেন।
  • 9/9

হাওড়া থেকে কামাখ্যা রুটে ট্রেন থামবে-ব্যান্ডেল, কাটোয়া, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও ও কামাখ্যা স্টেশনে। ১৪ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই হাওড়া থেকে কামাখ্যা পৌঁছবে এই ট্রেন।

Advertisement