ভোটারের সঙ্গে আধার লিঙ্কের (Voter Card And Aadhar Card Link) সময়সীমা বাড়াল কেন্দ্র। আধার সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করার সময় সীমা আগামী ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত বাড়ানো হল।
সময়সীমা বাড়ানোর বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইন ও বিচার মন্ত্রক। এর আগে, আধারের সঙ্গে ভোটার লিঙ্ক করার শেষ দিন ছিল ১ এপ্রিল ২০২৩।
বলা হয়েছিল, ভোটাররা একটি নতুন ফর্ম ফিল-আপ করে ভোটার আইডির সঙ্গে লিঙ্ক করার জন্য নিজেদের আধার নম্বর জমা দিতে পারেন৷
এই বিষয়ে প্রচার অভিযানও চালিয়েছিল নির্বাচন কমিশন। সেখানে রেজিস্টার্ড ভোটারদের থেকে তাঁদের আধার নম্বর সংগ্রহ করার চেষ্টা চালানো হয়েছিল।
অন্যদিকে প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক (PAN Aadhaar Link) করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠতে চলেছে আগামী ৩১ মার্চ। কারণ তারপর প্যান ও আধার লিঙ্ক করানোর ক্ষেত্রে গুণতে হবে ১০ হাজার টাকা।
আরও পড়ুন - রাত পোহালেই হিন্দু নববর্ষ, নতুন বছরে মেপে পা ফেলুন ৫ রাশি