scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

New Toll Plaza Rules: লাইনে ১০ সেকেন্ডের বেশি অপেক্ষা করতে হলে দিতে হবে না Toll Tax! নির্দেশ NHAI-এর

New Toll Plaza Rules: ১০ সেকেন্ডের বেশি অপেক্ষায় দিতে হবে না Toll Tax!
  • 1/9

গত বছরেই কেন্দ্রীয় সড়ক-পরিবহন মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছিলেন ২০২১ থেকে গোটা দেশজুড়ে FASTag প্রক্রিয়া কার্যকর হবে। সেই মতোই ১৫ ফেব্রুয়ারি থেকে গোটা দেশের সমস্ত টোলপ্লাজায় বাধ্যতামূলক হয়েছে FASTag। গাড়িতে তা না থাকলেই দ্বিগুণ টাকা জরিমানা দিয়ে পার করতে হবে টোল প্লাজা (Toll Plaza)।

New Toll Plaza Rules: ১০ সেকেন্ডের বেশি অপেক্ষায় দিতে হবে না Toll Tax!
  • 2/9

কিন্তু FASTag থাকা সত্ত্বেও টোল প্লাজায় দীর্ঘ সময় লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছিল অধিকাংশ গাড়িকেই। তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NHAI) নয়া নির্দেশে এ বার সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলছে।

New Toll Plaza Rules: ১০ সেকেন্ডের বেশি অপেক্ষায় দিতে হবে না Toll Tax!
  • 3/9

জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NHAI) নতুন ঘোষিত নিয়ম অনুযায়ী, ১০ সেকেন্ডের বেশি যদি কোনও গাড়িকে টোল প্লাজায় অপেক্ষা করতে হয়, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট গাড়ির চালককে কোনও Toll Tax দিতে হবে না।

Advertisement
New Toll Plaza Rules: ১০ সেকেন্ডের বেশি অপেক্ষায় দিতে হবে না Toll Tax!
  • 4/9

জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NHAI) নতুন গাইডলাই অনুযায়ী, টোল প্লাজায় গাড়ি পিছু ১০ সেকেন্ডের মধ্যেই পাওয়া যাবে পরিষেবা। ১০ সেকেন্ডের বেশি সময় লাগলেই Toll Tax মুকুব হয়ে যাবে সংশ্লিষ্ট গাড়ির।

New Toll Plaza Rules: ১০ সেকেন্ডের বেশি অপেক্ষায় দিতে হবে না Toll Tax!
  • 5/9

শুধু সময় নয়, দূরত্বের ক্ষেত্রেও শর্তসাপেক্ষে Toll Tax মুকুবের নির্দেশ জারি করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)। এখন থেকে প্রতিটি টোল বুথ থেকে ১০০ মিটার দূরত্বের টোল লেনগুলিতে একটি হলুদ লাইন যুক্ত হবে।

New Toll Plaza Rules: ১০ সেকেন্ডের বেশি অপেক্ষায় দিতে হবে না Toll Tax!
  • 6/9

জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NHAI) নতুন গাইডলাই অনুযায়ী, এই লাইন বরাবর টোল থেকে ১০০ মিটার দূরত্বে অপেক্ষা করতে হবে গাড়িগুলিকে। গাড়িগুলিকে এই ১০০ মিটারের মধ্যেই অপেক্ষা করতে হবে ১০ সেকেন্ড।

New Toll Plaza Rules: ১০ সেকেন্ডের বেশি অপেক্ষায় দিতে হবে না Toll Tax!
  • 7/9

জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NHAI) নতুন ঘোষিত নিয়ম অনুযায়ী, কোনও গাড়িকে এই ১০০ মিটারের মধ্যে ১০ সেকেন্ডের বেশি অপেক্ষা করতে হলে অথবা ১০০ মিটার দূরত্বে র বেশি অপেক্ষা করলে সংশ্লিষ্ট গাড়ির চালককে কোনও Toll Tax দিতে হবে না।

Advertisement
New Toll Plaza Rules: ১০ সেকেন্ডের বেশি অপেক্ষায় দিতে হবে না Toll Tax!
  • 8/9

জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NHAI) মতে, নতুন বিধিতে জাতীয় সড়কে যান চলাচল আরও বেশি মসৃণ হবে।

New Toll Plaza Rules: ১০ সেকেন্ডের বেশি অপেক্ষায় দিতে হবে না Toll Tax!
  • 9/9

নতুন নিয়মে টোল প্লাজায় দীর্ঘ সময় লম্বা লাইনে আর অপেক্ষা করতে হবে না কোনও গাড়ির চালককে। নির্ধারিত সময়ের মধ্যে পরিষেবা মিললে কোনও Toll Tax দিতে হবে না গাড়ির চালককে।

Advertisement