দেশের মোট ২৮টি রাজ্যের মতো বাংলাতেই ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। এ রাজ্যেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্ত্রের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে রবিবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত রাজ্যজুড়ে কার্যত লকডাউন জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
দিনের বেলা নানা বিধি-নিষেধের পাশাপাশি রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোয় নিষেদ্ধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্যজুড়ে। করোনা বিধি না মানলে মহামারী আইনে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে নবান্ন।
তবে এই পরিস্থিতিতেও যাঁদের আপৎকালীন পরিষেবা বা অনলাইন ডেলিভারির কাজে বাইরে বেরতে হচ্ছে, তাঁদের জন্য বিশেষ E Pass পরিষেবা চালু করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে।
যাঁরা এই ধরনের আপৎকালীন পরিষেবা বা অনলাইন ডেলিভারির কাজের সঙ্গে যুক্ত, তাঁদের E Pass-এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনকারীর ই-মেলে পাঠানো হবে এই E Pass, যেটি নিজের গাড়ির স্ক্রিনে ব্যবহার করা যাবে।
তবে ওয়েবসাইট থেকে E Pass-এর জন্য আবেদন জানাতে সমস্যা হলে বা আবেদনের পদ্ধতি জটিল মনে হলে Whatsapp বা SMS করেও E Pass-এর জন্য আবেদন জানাতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কী ভাবে Whatsapp বা SMS করে E Pass-এর জন্য আবেদন জানাতে হবে...
E Pass-এর জন্য 8017845555-এই নম্বরে Whatsapp করে আবেদন জানাতে পারেন। এর জন্য 8017845555-এই নম্বরে Whatsapp-এ মেসেজ টাইপের অপশনে গিয়ে “Hi” লিখে পাঠাতে হবে। তার পর নির্দিষ্ট নির্দেশ মেনে E Pass-এর প্রয়োজনের কারণ ও নিজের ব্যক্তিগত তথ্য বিশদে দিলেই পেয়ে যাবেন Pass।
গাড়ি ভাড়া করে কোনও জরুরি কাজে যাওয়ার ক্ষেত্রেও SMS করেও E Pass-এর জন্য আবেদন জানাতে পারেন। তার জন্য মেসেজ টাইপের অপশনে গিয়ে লিখুন WB<Space>COVID<Space>source pincode<Space>destination pincode<Space>গাড়িতে মোট যাত্রী সংখ্যা(দুই digit-এর) টাইপ করে পাঠিয়ে দিন 51969 নম্বরে।
যেমন, গড়িয়াহাট থেকে দমদমে গাড়িতে চার জনের যাওয়ার জন্য E Pass-এর জন্য আবেদন জানাতে টাইপ করতে হবে WB COVID 700029 700081 04। তার পর পাঠিয়ে দিন 51969 নম্বরে।