scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Hit Idea: টায়ার-প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে ৭০০ লিটার পেট্রোল! দাম কমবে?

Hit Idea: টায়ার-প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে ৭০০ লিটার পেট্রোল! দাম কমবে?
  • 1/9

দেশজুড়ে পেট্রোল, ডিজেলের দাম আকাশছোঁয়া! রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে অপরিশোধিত তেলের দরও ব্যারেল প্রতি ১০২ ডলার ছাড়িয়েছে। আগামী দিনে পেট্রোল, ডিজেলের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে, এমন আশঙ্কা করছেন অনেকেই।

Hit Idea: টায়ার-প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে ৭০০ লিটার পেট্রোল! দাম কমবে?
  • 2/9

পেট্রোল, ডিজেলের বিকল্প হিসাবে বাজারে চলা সিএনজি, প্রাকৃতিক গ্যাসের দামও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে অনেকটাই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে বৈদ্যুতিক গাড়ির উপর ভরসা করছেন অনেকেই।

Hit Idea: টায়ার-প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে ৭০০ লিটার পেট্রোল! দাম কমবে?
  • 3/9

তবে ঝটপট গাড়ি বদলে ফেলাটাও তো সম্ভব নয়! এক ধাক্কায় অনেকগুলো টাকা খরচ হবে নতুন বৈদ্যুতিক গাড়ি কিনতে। তাই জ্বালানির বিকল্প খোঁজার পাশাপাশি ভিন্ন উপায়ে পেট্রোল, ডিজেল তৈরির পথে হেঁটেছে এই দেশ। বাতিল টায়ার, প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে পেট্রোল, ডিজেল!

Advertisement
Hit Idea: টায়ার-প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে ৭০০ লিটার পেট্রোল! দাম কমবে?
  • 4/9

বাতিল টায়ার, প্লাস্টিক বর্জ্য থেকে প্রতিদিন প্রায় ৬০০-৭০০ লিটার পেট্রোল, ডিজেল তৈরি হচ্ছে! কারণ, আফ্রিকান দেশ জাম্বিয়া এখন ইতিহাস গড়ার প্রস্তুতি নিচ্ছে। জাম্বিয়া এখন বর্জ্য থেকে পেট্রোল ও ডিজেল তৈরি করছে।

Hit Idea: টায়ার-প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে ৭০০ লিটার পেট্রোল! দাম কমবে?
  • 5/9

জাম্বিয়ায় পাইলট প্রকল্প হিসেবে এ উদ্যোগ শুরু হয়েছে। এটি শুরু করেছে জাম্বিয়ান কোম্পানি সেন্ট্রাল আফ্রিকান রিনিউয়েবল এনার্জি কর্পোরেশন। কোম্পানির এই উদ্যোগের লক্ষ্য দেশে পেট্রোল ও ডিজেলের আমদানি কমানো। এটি আফ্রিকান দেশ জাম্বিয়ার জন্যও অনেক সুবিধা বয়ে আনবে। দেশে প্লাস্টিক এবং রাবার বর্জ্য সরাসরি হ্রাস পাবে।

Hit Idea: টায়ার-প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে ৭০০ লিটার পেট্রোল! দাম কমবে?
  • 6/9

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আড়াই কোটি জনসংখ্যার এই দেশে জ্বালানি আমদানিতে প্রতি বছর ১.৪ বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। জাম্বিয়ায় দৈনিক ১৪ কোটি লিটার তেল খরচ হচ্ছে।

Hit Idea: টায়ার-প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে ৭০০ লিটার পেট্রোল! দাম কমবে?
  • 7/9

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন উদ্যোগের মাধ্যমে প্রায় দেড় টন বর্জ্য থেকে ৬০০ থেকে ৭০০ লিটার পেট্রোল ও ডিজেল তৈরি করা হচ্ছে। সংস্থাটির বিশ্বাস, দেশে পেট্রোল এবং ডিজেল তৈরি হলে অন্যান্য দেশের উপর নির্ভরতা শেষ হবে এবং আর্থিক স্বস্তিও আসবে।

Advertisement
Hit Idea: টায়ার-প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে ৭০০ লিটার পেট্রোল! দাম কমবে?
  • 8/9

বর্জ্য থেকে পেট্রোলিয়াম পণ্য উৎপাদনকারী জাম্বিয়ান কোম্পানি সেন্ট্রাল আফ্রিকান রিনিউয়েবল এনার্জি কর্পোরেশনের প্রধান নির্বাহী মুলেঙ্গা বলেছেন, "যদি আমরা আমাদের সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করি, তাহলে আমরা দেশের জ্বালানির চাহিদার ৩০ শতাংশ পর্যন্ত পূরণ করতে পারব।"

Hit Idea: টায়ার-প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে ৭০০ লিটার পেট্রোল! দাম কমবে?
  • 9/9

বিশ্বে প্রায় ৮.৩ বিলিয়ন টন প্লাস্টিক রয়েছে। পেট্রোল ও ডিজেল তৈরিতে যদি এইভাবে ব্যবহার করা হয়, তাহলে সারা বিশ্ব থেকে বর্জ্য সরে যাবে। সেই সঙ্গে জ্বালানি পাওয়ার পথও পরিষ্কার হবে। প্রধান নির্বাহী মুলেঙ্গা বলেন, পৃথিবী থেকে এই বর্জ্য অপসারণ করে আমরা পরিবেশকে শক্তিতে রূপান্তরিত করে পরিচ্ছন্ন করছি।

Advertisement