Train Ticket Booking: রিটার্ন টিকিটে ২০% ডিসকাউন্ট দিচ্ছে রেল, জানুন কীভাবে পাবেন

এবার থেকে রেলের রিটার্ন জার্নির টিকিটে মিলবে ২০ শতাংশ ছাড়। নয়া স্কিম নিয়ে এল রেল। কীভাবে এই টিকিট কাটবেন, কীভাবে মিলবে ছাড়, জানুন বিস্তারিত...

Advertisement
 রিটার্ন টিকিটে ২০% ডিসকাউন্ট দিচ্ছে রেল, জানুন কীভাবে পাবেন
হাইলাইটস
  • রেলর তরফে যাত্রীদের জন্য দুর্দান্ত স্কিম
  • রিটার্ন জার্নির টিকিটে মিলবে ২০ শতাংশ ছাড়
  • কীভাবে মিলবে এই অফার?

যাত্রীদের জন্য দারুণ এক রাউন্ড প্যাকেজ স্কিম নিয়ে এল ভারতীয় রেল। এই প্যাকেজে রিটার্ন জার্নিতে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে রেলের এই প্যাকেজ। নেওয়া হচ্ছে যাত্রীদের প্রতিক্রিয়া। ১৪ অগাস্ট থেকে চালু হবে এই স্কিম। 

উৎসবের মরশুমে ভিড় সামাল দিতেই যাত্রীদের জন্য এই রাউন্ড ট্রিপ প্যাকেজ চালু করা হচ্ছে বলে জানিয়েছে রেল। যাত্রীরা এবার থেকে এই স্কিমের মাধ্যমে রিটার্ন জার্নির টিকিট নির্দিষ্ট সময়ে বুকিং করলে ২০ শতাংশ ছাড় পাবেন। 

কীভাবে বুকিং করবেন টিকিট?
১৪ অগাস্ট থেকে শুরু হচ্ছে রেলের এই নয়া স্কিম। এই স্কিমের আওতায় প্রথম টিকিট বুকিং করা যাবে ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের যাত্রাকালের জন্য। রিটার্ন টিকিট বুকিংয়ের সময়কাল ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর। 'কানেক্টিং জার্নি ফিচার'-এর মাধ্যমে এই স্কিমের আওতায় টিকিট কাটতে হবে। তবেই মিলবে রিটার্ন জার্নিতে ২০ শতাংশ ছাড়। 

যাওয়া এবং আসা, দু'পিঠের টিকিট একজন যাত্রীর নামে হলে তবেই মিলবে ২০ শতাংশ ছাড়। রিটার্ন টিকিট বুকিংয়ের জন্য অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড চালু হবে না। ছাড় মিলবে কেবল রিটার্ন টিকিটের বেস ফেয়ারে। 

প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেন জার্নি করেন। বেশিরভাগ যাত্রী  IRCTC  ওয়েবসাইট বা অন্যান্য অ্যাপ বা ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কেনেন। তা সত্ত্বেও, কাউন্টারে গিয়ে ট্রেনের টিকিট কেনার সংখ্যা অনেক বেশি। রেলের নিয়ম বলছে, আপনার যাত্রা দিনের ৪৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করা হলে টিকিট বাতিল মূল্য ছাড়া পুরো মূল্যই ফেরত দেওয়া হয়। ১২ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টা আগে করলে ২৫ শতাংশ টাকা ফেরত দেওয়া হবে। ৪ ঘণ্টা থেকে ১২ ঘণ্টা আগে করলে ৫০ শতাংশ টাকা কেটে নেবে রেল। 

 

POST A COMMENT
Advertisement