শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উপহার দিতে পারে সরকার। খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহে কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে সরকার। কর্মচারীরা তাঁদের ডিএ বৃদ্ধির (DA Hike) জন্য অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)নেতৃত্বে ১৫ মার্চ মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকেই সরকার ডিএ (Dearness Allowance) বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
প্রথমার্ধে ডিএ বাড়বে
সরকার প্রতি ছয় মাস অন্তর কর্মচারীদের ডিএ বাড়ায়। বর্তমানে, প্রথমার্ধের (জানুয়ারি-জুন ২০২৩) জন্য বৃদ্ধি ঘোষণা করা হবে৷ এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য ডিয়ারনেস রিলিফ (ডিআর)ও বাড়ানো হতে পারে। কর্মচারী সংগঠনগুলি ৪ শতাংশ DA/DR বৃদ্ধির আশা করছে৷ যদি এটি হয়, তাহলে কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হবে এবং কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: Acko Platinum Health Insurance Plans: সুখবর, স্বাস্থ্য বীমা পলিসিতে মিলছে ১০০% ক্লেম; রইল বিস্তারিত
লক্ষাধিক কর্মচারী উপকৃত হবেন
সরকার যদি মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৩ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। প্রতি বছর জানুয়ারির শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত ডিএ ও ডিআর বাড়ানোর নিয়ম রয়েছে। তবে গত কয়েক বছরে বিলম্ব হয়েছে সেই নিয়মে। গত দেড় বছরে কেন্দ্রীয় কর্মীদের ডিএ ৪ শতাংশ বাড়িয়েছিল সরকার। এর পরে, কর্মচারীদের ডিএ ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করা হয়।
ডিএ কত বাড়তে পারে?
মহার্ঘ ভাতা (DA) সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর একটি অংশ। সরকার প্রতি ছয় মাস অন্তর ডিএ পরিবর্তন করে। মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার কর্মীদের ডিএ বাড়ায়। মুদ্রাস্ফীতি যত বেশি, ডিএ বৃদ্ধি তত বেশি। বলা হচ্ছে, কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বাড়াতে পারে সরকার। এভাবে কর্মচারীদের ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হবে।
বেতন কত বাড়বে?
আমরা যদি বেতন দেখি, তাহলে একজন কেন্দ্রীয় কর্মচারীর মূল বেতন ১৮ হাজার টাকা হলে, ৩৮ শতাংশ হারে ৬ হাজার ৮৪০ টাকা মহার্ঘ ভাতা করা হয়। অন্যদিকে, এই ডিএ যদি ৪২ শতাংশ হয়ে যায়, তাহলে কর্মচারীর ডিএ বেড়ে ৭ হাজার ৫৬০ টাকা হবে। আমরা যদি সর্বোচ্চ মূল বেতন দেখি, তাহলে ৫৬ হাজার টাকার ভিত্তিতে মহার্ঘ ভাতা ২১ হাজার ২৮০ টাকা হবে। এখন যদি এটি ৪ শতাংশ বৃদ্ধি অনুসারে দেখা যায়, তবে এটি লাফিয়ে ২৩ হাজার ৫২০ টাকা হবে। এই ক্ষেত্রে, ন্যূনতম মূল বেতন সহ কর্মচারীরা প্রতি মাসে ৭২০ টাকা এবং বার্ষিক ৮ হাজার ৬৪০ টাকা বেশি পাবেন।