Aadhaar Biometric Updates: এই বয়সের হলে আর আধার আপডেটে টাকা লাগবে না, একদম ফ্রি

৭ থেকে ১৫ বছর বয়সীদের আধারের বায়োমেট্রিক আপডেটে আর কোনও খরচ লাগবে না। এখন থেকে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এই পরিষেবা। এমনই ঘোষণা UIDAI-এর।

Advertisement
এই বয়সের হলে আর আধার আপডেটে টাকা লাগবে না, একদম ফ্রি
হাইলাইটস
  • ৭ থেকে ১৫ বছর বয়সীদের আধারের বায়োমেট্রিক আপডেট আর কোনও খরচ লাগবে না
  • খন থেকে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এই পরিষেবা
  • এই সিদ্ধান্তের ফলে সারা দেশে প্রায় ৬ কোটি বাচ্চা ও টিনএজার উপকৃত হবে

৭ থেকে ১৫ বছর বয়সীদের আধারের বায়োমেট্রিক আপডেটে আর কোনও খরচ লাগবে না। এখন থেকে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এই পরিষেবা। এমনই ঘোষণা UIDAI-এর।

আর এই সিদ্ধান্তের ফলে সারা দেশে প্রায় ৬ কোটি বাচ্চা ও টিনএজার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

এই সুবিধাটি ১ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হয়েছে। আর এই পরিষেবা মিলবে পরবর্তী ১ বছর। তার পর আবার যদি UIDAI ঘোষণা করে, তাহলেই বিনামূল্যে মিলবে এই পরিষেবা।

ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট কী? 
এখন সব জায়গাতেই প্রয়োজন আধারের। এমনকী বাচ্চাদের স্কুলে ভর্তি করার সময়ও এই নথি লাগছে। তাই অনেক বাবা-মা ছোট সন্তানের আধার করিয়ে নেন। তবে মুশকিল হল, ৫ বছরের কম বয়সে আধার কার্ড করার সময় নাম, ফটো, লিঙ্গ, ঠিকানা এবং বার্থ সার্টিফিকেটের তথ্য সংগ্রহ করা হয় শুধু। বাচ্চার চোখের ফটো বা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় না।

তবে বয়স ৫ পেরলেই বাচ্চার প্রথমবারের জন্য ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট করতে হয়। এই সময় প্রথম বারের জন্য তার ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশের ছবি নেওয়া হয়। পাশাপাশি তোলা হয় ফটোগ্রাফ। এটাকে বলা হয় ফার্স্ট ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট। 

যদিও এখানেই শেষ হয়ে যায় না বায়োমেট্রিকের খেলা। এর পর আবার ১৫ বছর বয়সে বায়োমেট্রিক আপডেট করার প্রয়োজন পড়ে।

এক্ষেত্রে প্রথম ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট করতে হয় ৫ থেকে ৭ বছরের মধ্যে। আবার ১৫ থেকে ১৭ বছরে করতে হয় সেকেন্ড ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট। আর এই দুই ক্ষেত্রেই এখন থেকে টাকা লাগবে না বলে ঘোষণা করা হয়েছে UIDAI-এর পক্ষ থেকে। 

তার পর লাগবে টাকা
৫ থেকে ১৭ বছর বয়সীদের ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেটে টাকা লাগবে না। তবে এর পর যদি আপডেটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ১২৫ টাকা দিতে হবে বলে জানান হয়েছে আধার কর্তৃপক্ষের তরফে।

বায়োমেট্রিক আপডেটের লাভ

Advertisement

আধার এখন প্রায় সব জায়গাতেই প্রয়োজন। যেমন ধরুন-

  • বাচ্চার স্কুলে ভর্তি
  • কোনও এন্ট্রানস্ পরীক্ষার ফর্ম ফিলআপ
  • স্কলারশিপ বা ডিরেক্ট বেনিফিট স্কিম পাওয়ার ক্ষেত্রে

তাই তো বাচ্চাদের ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট সেরে নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে বাবা-মাকে আরও বেশি এগিয়ে যেতে হবে। তাহলেই সমস্ত পরিষেবা নির্ঝঞ্ঝাটে মিলবে।

 


 

POST A COMMENT
Advertisement