Aadhaar Card Wrong Info Update: আধারে নাম-জন্ম তারিখে ভুল? মোবাইলেই যেভাবে আপডেট করবেন

আধার কার্ডে সামান্য ভুল তথ্যও ভবিষ্যতে সমস্যায় ফেলতে পারে। আধারে দেওয়া তথ্য তাই নির্ভুল হওয়াই কাম্য। আধার কার্ডে ভুল থাকলে বাইরে যাওয়ার দরকার নেই। ঘরে বসেই অনলাইনেই সংশোধন করতে পারেন। অনলাইনে ৫০ টাকা ফি দিয়েই তা করা যাবে।

Advertisement
আধারে নাম-জন্ম তারিখে ভুল? মোবাইলেই যেভাবে আপডেট করবেন Update Aadhaar
হাইলাইটস
  • আধার কার্ডে সামান্য ভুল তথ্যও ভবিষ্যতে সমস্যায় ফেলতে পারে।
  • আধারে দেওয়া তথ্য তাই নির্ভুল হওয়াই কাম্য।

আধার কার্ডে জন্ম তারিখ বা ছোটখাটো ভুল অনেকের থাকে। সেজন্য লাইন দিয়ে সেই ভুল শোধারাতে হয়। এতে বিস্তর সময় নষ্ট! ঘরে বসেই অনলাইনে আধার কার্ডের জন্ম তারিখ বা ঠিকানা পরিবর্তন করতে পারেন। এজন্য কারও অনুমোদনের দরকার নেই। খালি ৫০ টাকা খরচ করেই এই কাজ করতে পারেন আপনি। ফি দিয়ে প্রক্রিয়া সম্পূর্ণ করার কয়েকদিন বাদেই শুধরে যাবে সংশ্লিষ্ট ভুল। এখন সরকারি সুযোগসুবিধা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা- সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আধার কার্ড। তাই আধার কার্ড নির্ভুল হওয়াই শ্রেয়।     

আধার কার্ডে সামান্য ভুল তথ্যও ভবিষ্যতে সমস্যায় ফেলতে পারে। আধারে দেওয়া তথ্য তাই নির্ভুল হওয়াই কাম্য। আধার কার্ডে ভুল থাকলে বাইরে যাওয়ার দরকার নেই। ঘরে বসেই অনলাইনেই সংশোধন করতে পারেন। অনলাইনে ৫০ টাকা ফি দিয়েই তা করা যাবে। এজন্য আধার কেন্দ্রে যাওয়ার দরকার নেই। কীভাবে জন্ম তারিখ ও ঠিকানা সংশোধন করবেন? 

-  প্রথমে আপনাকে যেতে হবে https://myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে। 

https://myaadhaar.uidai.gov.in
https://myaadhaar.uidai.gov.in

- এরপর লগ ইনে ক্লিক করুন। খুলে যাবে একটি বক্স। আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখতে হবে।
- এরপর লগ ইনে ক্লিক করুন।
- Send OTP-তে ক্লিক করুন। 
- আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বরে আসবে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি।
- OTP দেওয়ার পরে লগইন এ ক্লিক করতে হবে। এই OTP শুধুমাত্র ১০ মিনিটের জন্য বৈধ।

আরও পড়ুন- ব্যাঙ্ক না পোস্ট অফিস, কোথায় টাকা রাখলে তাড়াতাড়ি ডাবল?

https://myaadhaar.uidai.gov.in
https://myaadhaar.uidai.gov.in

- লগইন করার পরে হোমপেজে চলে যাবে। বিভিন্ন পরিষেবার সুবিধা নিতে পারবেন।
- সেখানে জন্ম তারিখ ও ঠিকানা আপডেট করতে আপডেট আধার অনলাইন নির্বাচন করতে হবে।
- আপডেট আধার অনলাইনে যাওয়ার পর একটি নতুন পেজ খুলে যাবে।
- নিজের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ভাষা এবং ঠিকানায় ছোটখাটো সংশোধন করতে পারেন।
- এবার Proceed to Update Aadhaar-এ ক্লিক করতে হবে।
- জন্ম তারিখ, ঠিকানা বা নামে সংশোধন করতে হলে মূল নথির একটি স্ক্যান করা কপি থাকতে হবে।
- সেই নথির স্ক্যান কপি আপলোড করুন।
- অনলাইনে ৫০ টাকা পেমেন্ট করুন।
- পেমেন্ট হয়ে গেলে আপনার আধার কার্ডে সংশোধন আপডেট হয়ে যাবে। বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে নতুন আধার কার্ড।

Advertisement

POST A COMMENT
Advertisement