আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক এখন বাধ্যতামূলক ভাবে করতে হচ্ছে। এটা না হলে আপনি অনেক সরকারি বা বেসরকারি সুবিধা পাবেন না। কারণ আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরেই ওটিপি আসে। তাই আপনার মোবাইল নম্বরকে আধারের সঙ্গে লিঙ্ক করা জরুরি। অন্যদিকে, যদি কোনও কারণে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর পরিবর্তন করতে চান, আপনি তা করতেই পারেন। তাহলে আসুন জেনে নেই আধারের সঙ্গে নতুন মোবাইল নম্বর লিঙ্ক করার পদ্ধতি এবং এর ফি সম্পর্কে।
কীভাবে আধার কার্ডের সঙ্গে নতুন মোবাইল নম্বর লিঙ্ক করবেন (How to link new mobile number with Aadhaar card):
আপনি যদি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান তবে আপনি তা করতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে আপনার নিকটস্থ আধার সেবা কেন্দ্রে যেতে হবে। তারপর আপনাকে এখানে একটি ফর্ম অর্থাৎ সংশোধন ফর্ম দেওয়া হবে। এই সংশোধন ফর্মে আপনাকে আপনার কিছু তথ্য পূরণ করতে হবে। উদাহরণস্বরূপ, আপনার পুরো নাম, আপনার আধার নম্বর এবং আপনি যে মোবাইল নম্বরটি আপডেট করতে চান তা।
আরও পড়ুন: Aadhaar PAN Link: ৩০ জুনের মধ্যে Aadhaar-PAN লিঙ্ক না হলে কী কী সমস্যা হবে?