Aadhaar PAN Link: প্যান আর আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। এর জন্য আগামী ৩০ জুন, ২০২৩ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ৩০ জুনের মধ্যে প্যান আর আধার লিঙ্ক করা না হলে কী কী সমস্যা হতে পারে জানেন? জেনে নিন...
প্যান (PAN) এবং আধার (Aadhaar) লিঙ্ক করার আলোচনা জোরেশোরে চলছে। সরকার দুই সপ্তাহ আগে সময়সীমা বাড়িয়েছে। এখন যদি ৩০ জুন ২০২৩ এর মধ্যে আধার কার্ড PAN-এর সঙ্গে লিঙ্ক করা না হয়, তাহলে আপনার স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার সর্বশেষ সময়সীমা ৩০ জুন, ২০২২ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পর প্যান (PAN) এবং আধার (Aadhaar) লিঙ্ক করতে গেলে সর্বোচ্চ অঙ্কের জরিমানা দিতে হবে।
গত কয়েক বছর ধরেই সরকার প্যান-কে আধারের সঙ্গে লিঙ্ক করার জন্য জোর দিচ্ছে। ইতিমধ্যে, আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার সীমা কয়েকবার বাড়ানো হয়েছে। আপনার মনেও এই প্রশ্ন জাগবে যে আধারের সঙ্গে প্যান লিঙ্ক না হলে কী হবে? চলুন এ সম্পর্কে সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নিন...
আরও পড়ুন: ঠিক কখন-কোথায় বিনিয়োগ করলে Tax-ও বাঁচে, ভবিষ্যতে ভাল রিটার্নও মেলে?
আধার প্যান লিঙ্ক না হলে কী হবে?
• আধার-প্যান লিঙ্ক না থাকলে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে। যে সব জায়গায় PAN প্রয়োজন, সেসব প্রয়োজনে আপনার PAN কার্ড কোনও কাজে আসবে না। ধরে নেওয়া হবে আপনার প্যান কার্ড নেই।
• PAN নিষ্ক্রিয় হয়ে গেলে, যেখানে প্যান প্রয়োজন সেখানে আপনার সমস্যা হবে। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময়, আয়কর রিটার্ন দাখিল করার বা ইক্যুইটি শেয়ার বা অন্যান্য শেয়ারবাজারে বিনিয়োগ করার সময় আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে। শুধু তাই নয়, ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে।
• আয়কর আইনের ধারা 234F এর অধীনে আয়ের রিটার্ন দাখিল না করার জন্য ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। আধারের সঙ্গে লিঙ্ক করতে ব্যর্থ হলে করদাতারা কোনও লেনদেনের জন্য তাদের প্যান নম্বর দিতে পারবেন না। শুধু তাই নয়, বিলম্বে আয়ের রিটার্ন দাখিলের জন্যও সুদ নেওয়া হবে।
• এদিকে, প্যান না থাকার ফলে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স (TDS) এবং ট্যাক্স কালেকটেড অ্যাট সোর্স (TCS) আয়কর আইনের ধারা 206AA এবং 206CC-এর অধীনে উচ্চ হারে কাটা হবে৷