আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় খবর। ইউনিক আইডেন্টিটি অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-এর তরফে আধার কার্ড ব্যবহারকারীদের জন্য জারি করা হল নির্দেশিকা। আধার কার্ড নিয়ে একের পর এক কেলেঙ্কারি সামনে আসছে। অন্যের আধার কার্ড ব্যবহার করে সক্রিয় হয়েছে প্রতারণা চক্র। সেই কারণে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।
বর্তমান সময়ে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। UIDAI-এর তরফে সতর্ক করে বলা হয়েছে, অনেক আধার ব্যবহারকারী আধার আপডেট করার জন্য ইমেল বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাচ্ছেন। আপনিও যদি এই বার্তাটি পেয়ে থাকেন, তাহলে অবিলম্বে সতর্ক হোন। কারণ, এটি আসলে প্রতারণার নয়া চক্র।
UIDAI-র বার্তা
কোটি কোটি আধার ব্যবহারকারীকে সতর্ক করে, UIDAI তাদের X হ্যান্ডেল থেকে ট্যুইট করে জানিয়েছে, আধার আপডেট করার জন্য কখনও ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নথি চাওয়া হয় না। আধার আপডেট করার জন্য সব সময় my aadhaar পোর্টাল ব্যবহার করতে হবে। আবার অফলাইনে আপডেট করার জন্য নিকটস্থ আধার কেন্দ্রে যান।
১০ বছরের পুরানো আধার কীভাবে আপডেট করবেন ?
প্রসঙ্গত, কারও কাছে যদি ১০ বছরেরও বেশি সময়ের পুরনো, আউটডেটেড আধার কার্ড থাকে, যার e-KYC প্রক্রিয়াও সম্পন্ন হয়নি, তাহলে তড়িঘড়ি সেই ব্যক্তিকে UIDAI আধার সার্ভিস সেন্টারে গিয়ে আধার কার্ডটি আপডেট করতে হবে। UIDAI-র তরফে আগেই জানানো হয়েছে, যাঁদের আধার কার্ডের বয়স ১০ বছরের বেশি তাদের তাদের ডেমোগ্রাফিক বিশদ আপডেট করা উচিত। যেমন পরিচয়ের প্রমাণ, ঠিকানার প্রমাণ (POI / POA) ইত্যাদি। সেজন্য UIDAI বিনামূল্যে আধার আপডেট করার সুবিধাও দিচ্ছে। আগে এই বিনামূল্যে পরিষেবাটি ১৪ জুন, ২০২৩ পর্যন্ত উপলব্ধ ছিল। এখন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় সীমা বাড়ানো হয়েছে।
কীভাবে বিনামূল্যে আধার আপডেট করবেন-