scorecardresearch
 

Aadhar Card Verification : আপনার Aadhar Card আসল না নকল? জানুন এভাবে

বর্তমান সময়ে আধার কার্ড একটি অপরিহার্য নথি হয়ে উঠেছে। এটি পরিচয়পত্র হিসেবেও ব্যবহার করা হয়। কর্মী নিয়োগ থেকে শুরু করে, বাড়ি ভাড়া, সর্বত্রই চাওয়া হয় আধার কার্ড। কিন্তু কীভাবে বুঝবেন আপনার যে আধার কার্ডটি আছে সেটি আসল না? সেটি জানা খুবই সহজ। তার জন্য আপনাকে UIDAI ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। আর সেখান থেকেই যাচাই করা যাবে আধার কার্ড। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি
  • প্রায় সবক্ষেত্রেই প্রয়োজন পড়ে আধারের
  • এভাবে যাচাই করুন আধার কার্ড

আধার কার্ড (Aadhaar Card) সংক্রান্ত একটি অ্যাডভাইজারি জারি করেছিল সরকার। তাতে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আধার কার্ডের ফটোকপি শেয়ার করতে নিষেধ করা হয়। যদিও পরে সরকার সেই অ্যাডভাইজারি প্রত্যাহার করে নেয়। 

বর্তমান সময়ে আধার কার্ড একটি অপরিহার্য নথি হয়ে উঠেছে। এটি পরিচয়পত্র হিসেবেও ব্যবহার করা হয়। কর্মী নিয়োগ থেকে শুরু করে, বাড়ি ভাড়া, সর্বত্রই চাওয়া হয় আধার কার্ড। কিন্তু কীভাবে বুঝবেন আপনার যে আধার কার্ডটি আছে সেটি আসল না? সেটি জানা খুবই সহজ। তার জন্য আপনাকে UIDAI ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। আর সেখান থেকেই যাচাই করা যাবে আধার কার্ড। 

এই প্রতিবেদনে সেই পদ্ধতিই সম্পূর্ণভাবে জানানো হয়েছে। এটি অনলাইন এবং অফলাইন, দুভাবেই যাচাই করা যেতে পারে। প্রথমে অনলাইন ভেরিফিকেশনের কথা বলা যাক। সেক্ষেত্রে আপনি https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar-এ গিয়ে আধার কার্ড পরীক্ষা করে দেখতে পারেন। এখানে ইউজারকে শুধুমাত্র আধার নম্বর দিতে হবে। তারপর ওয়েবসাইটে এজ ব্যান্ড, লিঙ্গ, রাজ্য এবং আধার কার্ডের শেষ তিনটি সংখ্যা সম্পর্কে তথ্য দেওয়া হবে। 

অফলাইনেও করা যাবে ভেরিফিকেশান
এছাড়া অফলাইনেও আধার কার্ড যাচাই করা যাবে। তার জন্য, আপনাকে আধারে উপস্থিত QR কোডটি স্ক্যান করতে হবে। এক্ষেত্রে স্ক্যান করার জন্য আপনি অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে আধার QR স্ক্যানার অ্যাপটি ডাউনলোড করতে পারেন। আধার কার্ডের QR কোডটি UIDAI দ্বারা ডিজিটালভাবে স্বাক্ষরিত। এটি নিরাপদ এবং টেম্পার প্রুফ। এর মাধ্যমে আপনি সহজেই যে কোনও আধার কার্ড যাচাই করতে পারবেন।

আরও পড়ুনরোজ মদ খেয়েও ১১৩ বছর বেঁচে ইনি, গিনেস বুকে নাম, সিক্রেট কী?


 

Advertisement
Advertisement