'মেড ইন ইন্ডিয়া' বিমান উড়ছে আকাশে। অ্যালায়েন্স এয়ারের বিমানবহরে অন্তর্ভুক্ত হয়েছে এই দেশীয় বিমান। দেশের মধ্যে কয়েকটি রুটে পরিষেবাও দিতে শুরু করছে এটি। ১৮ এপ্রিল থেকে অরুণাচলপ্রদেশে শুরু হচ্ছে পরিষেবা।
নিজেদের বিমান গ্যারাজে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর ডর্নিয়ার ২২৮ উড়ানকে সামিল করেছে অ্যালায়েন্স এয়ার (Alliance Air)। এটি একটি ছোট বিমান। এয়ার ট্যাক্সি পরিষেবা, উপকূলীয় ও সামুদ্রিক কাজের জন্য ব্যবহার করা যাবে। ২০ জন যাত্রী বসতে পারেন এই বিমানে। ছোট রানওয়েতে টেক অফ এবং অবতরণ করতে সক্ষম ডর্নিয়ার ২২৮। পাহাড়ি এলাকায় বিমান পরিষেবা দেওয়ার উত্তম বিকল্প।
অ্যালায়েন্স এয়ার টুইট করে জানিয়েছে, এই বিমানের সাহায্যে অরুণাচল প্রদেশে পরিষেবা শুরু করা হবে। ১৮ এপ্রিল থেকে ডিব্রুগড়-পাসিঘাট-লীলাবাড়ির জন্য পরিষেবা শুরু করতে চলেছে সংস্থা। সপ্তাহে দু'দিন চলবে এই উড়ান। সংস্থার দাবি, এই বিমানটি উত্তর-পূর্বে পরিষেবা উন্নত করতে সহায়তা করবে।
Alliance Air will take off into the skies of Arunachal Pradesh with its #MadeInIndia fleet - HAL Dornier 228, working towards a mission to connect the North-Eastern Region of India to enhance commerce and economic growth. pic.twitter.com/4IYmNQwr54
— Alliance Air (@allianceair) April 9, 2022
HAL-এর এই বিমানটি প্রথমবার বাণিজ্যিক পরিষেবায় ব্যবহার করা হবে। ভারতীয় বিমান বাহিনী ইতিমধ্যেই এটি ব্যবহার করেছে। হয়েছে। বেশিরভাগ বিমানসংস্থাগুলি বর্তমানে বোয়িং এবং এয়ারবাস বিমান ব্যবহার করে।
আরও পড়ুন- রান্নার গ্যাসের দামে বিশ্বে এক নম্বরে ভারত, কীভাবে জানেন?