Royal Enfield: দুঃসংবাদ, বুলেটের সস্তা মডেলগুলির দাম বাড়ালো কোম্পানি

Royal Enfield: দুঃসংবাদ, বুলেটের সস্তা মডেলগুলির দাম বাড়ালো কোম্পানি। বুলেট, ক্লাসিক, মেটেয়ার আর দাম বেড়ে গিয়েছে অনেকটাই। জেনে নিন কোন মডেলে দাম কতটা বাড়লো।

Advertisement
Royal Enfield: দুঃসংবাদ, বুলেটের সস্তা মডেলগুলির দাম বাড়ালো কোম্পানিবুলেটের দাম বাড়ছে
হাইলাইটস
  • Bullet প্রেমীদের জন্য দুঃসংবাদ
  • বুলেটের সস্তা মডেলগুলির দাম বাড়ালো কোম্পানি
  • আড়াই থেকে সাড়ে ৪ হাজার টাকা বৃদ্ধি

বিভিন্ন ক্ষেত্রে মূল্যবৃদ্ধির এখন প্রভাব পড়তে শুরু করেছে সবক্ষেত্রেই। খরচ বেড়ে যাওয়ার কারণে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) নিজের তিনটি জনপ্রিয় সস্তা মডেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রয়েল এনফিল্ড বুলেট পছন্দ করা ফ্যানদের যা তাগড়া ঝটকা দেবে এটা নিশ্চিত। এ বছর দ্বিতীয়বার যখন কোম্পানি তার নিজের মডেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

রয়্যাল এনফিল্ডের এই ৩ মডেলের দাম বাড়ল

রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ এর তিনটি ভেরিয়েন্ট, ক্লাসিক ৩৫০ এর ৬ টি ভ্য়ারিয়েন্ট এবং রেডিয়েন্ট এর ৬ টি ভ্যারিয়েন্ট আডা়ই থেকে সাড়ে ৪ হাজার টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। কোম্পানির এই ঘটনার সবচেয়ে বেশি প্রভাব মেটেয়ার মডেল এর উপর পড়েছে। কারণ এর সবচেয়ে সস্তা ভেরিয়েন্ট ৩৫০ বল রেড ইয়েলো পেরেক শোরুম দাম ২ লাখ 5 হাজার ৮৪৪ টাকা হয়ে গিয়েছে। সেখানে সুপারনোভা সিলভার কাস্টম এর এক্স শোরুম দাম ২ লাখ ২৪ হাজার টাকা কাছাকাছি পৌঁছে গিয়েছে।

এত দামি হল সবচেয়ে সস্তা ভ্যারিয়েন্ট

ক্লাসিক ৩৫০ এর পরে এর সবচেয়ে সস্তা ভ্যারিয়েন্ট লেডিস এর দাম ২৮৪৬ টাকা বাড়ানো হয়েছে। যেখানে এক্স শোরুম দাম ১ লাখ ৯০ হাজার ৯২ টাকা হয়ে গিয়েছে। সেখানে ৩৫০ ক্রোম এক্স শোরুম দাম ২৮৪৭ টাকা বানানো হয়েছে। ২ লক্ষ ২১ হাজার ২৯৭ টাকায় পৌঁছে গিয়েছে। বুলেটের বিষয়ে এর দাম ৩০৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৫০,৫৮৪ টাকা হয়ে গিয়েছে।

সাত মাসে তৃতীয় বার বাড়ল দাম

রয়্যাল এনফিল্ড এ বছর এখনও পর্যন্ত দ্বিতীয় বার গত সাত মাসে দাম বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে। গত বছরের সেপ্টেম্বরে রয়াল এনফিল্ড নিজের বিভিন্ন মডেলের দাম ৬০ হাজার টাকা পর্যন্ত বানিয়েছিল। এরপর কোম্পানি জানুয়ারিতে বেশ কিছু মডেলের দাম বদলে দেয়। জানুয়ারিতে ক্লাসিক ৩৫০ এবং মেটিয়ারের দাম ৩৩০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তার সঙ্গেই ইন্টারসেপ্টর ৬৫০ এবং কন্টিনেন্টাল জিটি ৬ এর দাম ৪০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement