GST কমছে! ২০ হাজার টাকা পর্যন্ত সস্তা Bajaj, KTM এর এই বাইকগুলি

Bajaj KTM Price Cut: ২২ সেপ্টেম্বর থেকে নয়া GST নিয়ম লাগু হচ্ছে। মোটরসাইকেল ক্রেতাদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুখবর। বাজাজ অটো জানিয়েছে, ৩৫০ সিসির নিচে থাকা সব বাইক ও থ্রি-হুইলারের ক্ষেত্রেই গ্রাহকরা পুরোপুরি করছাড়ের সুবিধা পাবেন।

Advertisement
GST কমছে! ২০ হাজার টাকা পর্যন্ত সস্তা Bajaj, KTM এর এই বাইকগুলি২২ সেপ্টেম্বর থেকে নয়া GST নিয়ম লাগু হচ্ছে।
হাইলাইটস
  • ২২ সেপ্টেম্বর থেকে নয়া GST নিয়ম লাগু হচ্ছে।
  • মোটরসাইকেল ক্রেতাদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুখবর।
  • বাজাজ অটো জানিয়েছে, ৩৫০ সিসির নিচে থাকা সব বাইক ও থ্রি-হুইলারের ক্ষেত্রেই গ্রাহকরা পুরোপুরি করছাড়ের সুবিধা পাবেন।

Bajaj KTM Price Cut: ২২ সেপ্টেম্বর থেকে নয়া GST নিয়ম লাগু হচ্ছে। মোটরসাইকেল ক্রেতাদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুখবর। বাজাজ অটো জানিয়েছে, ৩৫০ সিসির নিচে থাকা সব বাইক ও থ্রি-হুইলারের ক্ষেত্রেই গ্রাহকরা পুরোপুরি করছাড়ের সুবিধা পাবেন। ফলে অনেক মডেলের দাম প্রায় ২০ হাজার টাকা পর্যন্তও কমতে পারে।

কোন কোন বাইকে সেভিংস?
বাজাজের জনপ্রিয় মডেল যেমন পালসার, প্লাটিনা, সিটি, অ্যাভেঞ্জার থেকে শুরু করে ডমিনার ২৫০, সবক'টিতেই দাম কমার সুবিধা পাবেন। শুধু বাজাজ নয়, কেটিএম এর বিভিন্ন মডেল যেমন ১৬০ ডিউক, ২০০ ডিউক, ২৫০ ডিউক, আরসি ২০০ এবং ২৫০ অ্যাডভেঞ্চার এও একই ছাড় পাবেন। কোম্পানির দাবি, এর ফলে গড়ে ১০ থেকে ১৫ হাজার টাকা সাশ্রয় হবে ক্রেতাদের। বড় মডেলে সেভ হবে প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত।

তাহলে কোন কোন বাইকের দাম বাড়ছে?
এখানেই বলে রাখা দরকার, ৩৫০ সিসির উপরে থাকা বাইকগুলির ক্ষেত্রে নয়া নিয়মে GST বেড়ে দাঁড়াচ্ছে ৪০ শতাংশ। এর ফলে ডমিনার ৪০০, পালসার এনএস৪০০Z র মতো বাইকের দাম বাড়বে। কেটিএম এর ৩৯০ ডিউক, ৩৯০ অ্যাডভেঞ্চার, ৩৯০ অ্যাডভেঞ্চার এক্স, ৩৯০ এন্ডুরো আরসি ৩৯০, সব ক'টিরই দাম বাড়বে বলে মনে করা হচ্ছে। এতদিন পর্যন্ত এই বাইকগুলির পর ৩১ শতাংশ জিএসটি বসত। এখন সেটাই বেড়ে ৪০ শতাংশ হচ্ছে।

বাইকপ্রেমীদের জন্য সুখবর
বাজাজের পাশাপাশি জাওয়া এবং ইয়েজদি বাইকেরও দাম কমছে বলে ঘোষণা করেছে ক্লাসিক লেজেন্ডস। অন্য দিকে বিএসএ এর মতো বড় ইঞ্জিনের বাইকের দাম বেড়ে যাবে।

বাইক ডিলাররা বলছেন, এই সিদ্ধান্তে ৩৫০ সিসির নিচে থাকা বাইকের বাজার আরও গরম হবে। উৎসবের মরশুমে বাজাজ, কেটিএমের বাইক কিনতে গেলে গ্রাহকরা কিছুটা হলেও বেনেফিট পাবেন। 

POST A COMMENT
Advertisement