January 2023 Calendar Bank Holidays : জরুরি কাজ আজই সারুন, জানুয়ারিতে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল তালিকা

রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই ২০২৩ সালের ব্যাঙ্কের ছুটির তালিকা ঘোষণা করে দিয়েছে। জানুয়ারিতে ৪টি রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ও অন্যান্য ছুটির দিন মিলিয়ে মোট ১৪ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। এক্ষেত্রে অবশ্য বিভিন্ন রাজ্যের উৎসব অনুযায়ী ছুটির তালিকা চূড়ান্ত করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক ২০২৩-এর জানুয়ারি মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা (Bank Holidays 2023 January)। 

Advertisement
জানুয়ারিতে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল তালিকাপ্রতীকী ছবি
হাইলাইটস
  • জানুয়ারিতে ব্যাঙ্ক বন্ধ ১৪ দিন
  • জেনে নিন লিস্ট
  • সেরে ফেলুন জরুরি কাজ

২০২২ সাল শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই নতুন বছর ২০২৩। নতুন বছরের শুরুই হচ্ছে ছুটির দিন দিয়ে। তাছাড়াও জানুয়ারিতে রয়েছে আরও বেশ কয়েকটি ছুটি। তাই ব্যাঙ্কের কোনও জরুরি কাজ বাকি থাকলে এই মাসেই সেরে ফেলার চেষ্টা করুন। কারণ নতুন বছরের প্রথম মাসে, বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। 

রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই ২০২৩ সালের ব্যাঙ্কের ছুটির তালিকা ঘোষণা করে দিয়েছে। জানুয়ারিতে ৪টি রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ও অন্যান্য ছুটির দিন মিলিয়ে মোট ১৪ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। এক্ষেত্রে অবশ্য বিভিন্ন রাজ্যের উৎসব অনুযায়ী ছুটির তালিকা চূড়ান্ত করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক ২০২৩-এর জানুয়ারি মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা (Bank Holidays 2023 January)। 

তারিখ               কারণ                                       স্থান
১ জানুয়ারি         রবিবার                                      গোটা দেশে
২ জানুয়ারি        নতুন বছরের ছুটি                       মিজোরাম
৮ জানুয়ারি        রবিবার                                     গোটা দেশে
১১ জানুয়ারি       মিশনারি দিবস                          মিজোরাম
১২ জানুয়ারি      স্বামী বিবেকানন্দের জন্মদিন      পশ্চিমবঙ্গ
১৪ জানুয়ারি      মকর সংক্রান্তি / মাঘ বিহু          গুজরাত, কর্ণাটক, অসম, সিকিম, তেলেঙ্গানা
১৫ জানুয়ারি      পোঙ্গল / রবিবার                       গোটা দেশে
২২ জানুয়ারি      রবিবার                                    গোটা দেশে
২৩ জানুয়ারি     নেতাজির জন্মদিন                    অসম
২৫ জানুয়ারি     রাজ্য দিবস                              হিমাচল প্রদেশ
২৬ জানুয়ারি     সাধারণতন্ত্র দিবস                     গোটা দেশে
২৮ জানুয়ারি     চতুর্থ শনিবার                           গোট দেশে
২৯ জানুয়ারি     রবিবার                                    গোটা দেশে
৩১ জানুয়ারি     মি দম মি ফি                            অসম

Advertisement

অনলাইনে কাজ হবে
সাপ্তাহিক রবিবার ও দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছাড়া বিভিন্ন রাজ্যের উৎসব ও অনুষ্ঠানের ওপর ভিত্তি করে ব্যাঙ্কের ছুটি ঘোষণা করা হয়। অর্থাৎ আঞ্চলিক ছুটিগুলি বিভিন্ন রাজ্যে বিভিন্ন দিনে। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পদ্ধতি অবশ্য চালু থাকবে। ফলে বিশেষ প্রয়োজনে ঘরে বসে অনলাইনে মিটিয়ে ফেলতে পারেন ব্যাঙ্কের কাজ। 

 আরও পড়ুন - ২০২৩-এর শুরুতেই বুধের উদয়, ৩ রাশির ভাগ্যোদয় শুধুই সময়ের অপেক্ষা

 

POST A COMMENT
Advertisement