শেয়ার বাজারে 'বিগ বুল' নামে খ্যাত রাকেশ ঝুনঝুনওয়ালা (Rakesh Jhunjhunwala)। অনেক বিনিয়োগকারী বাজারে বিনিয়োগ করার জন্য ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওয় নজর রাখেন। তাঁর কাছে এমন স্টক রয়েছে যেগুলি ধারাবাহিকভাবে দুর্দান্ত রিটার্ন দিয়েছে। এমন একটি স্টক ডেল্টা কর্প। যা বছর ঘোরার আগে বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ করে দিয়েছে।
গতকাল অর্থাৎ শুক্রবার এই স্টকটি ৫২ সপ্তাহে সর্বোচ্চ দামে পৌঁছে গিয়েছে। বাজার বন্ধ হওয়ার সময় শেয়ারটি ২.২২ শতাংশ বেড়ে ৩১৯.২৫ টাকায় থিতু হয়েছে। রাকেশ ঝুনঝুনওয়ালা এবং তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার কাছে এই স্টকের প্রায় ৭.৫০ শতাংশ শেয়ার রয়েছে। রাকেশ ঝুনঝুনওয়ালা ১.১৫ কোটি বা ৪.৩১ শতাংশ শেয়ারের মালিক। তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৮৫ লাখ শেয়ার অর্থাৎ ৩.১৮ শতাংশ অংশীদারিত্ব।
গোয়া ভিত্তিক এই কোম্পানি ক্যাসিনো এবং গেমিংয়ের ব্যবসায় যুক্ত। এই স্টকটির পারফরম্যান্স দুর্দান্ত। গত ৩ দিনে বেড়েছে ৪.৪৮ শতাংশ। গত ১ মাসে ২৪ শতাংশ বেড়েছে। এ বছর এখন পর্যন্ত এই স্টকটি ২৪.১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত এক বছর ধরলে ১০১.২৮ শতাংশ বেড়েছে ডেল্টা কর্প। বছরভর এই স্টকে টাকা রাখলে দ্বিগুণ হয়ে গিয়েছে বিনিয়োগমূল্য।
এখনও এই স্টকে উত্থানের সম্ভাবনা দেখছে কয়েকটি ব্রোকারেজ সংস্থা। এইচডিএফসি সিকিউরিটিজ এই স্টকে বৃদ্ধির আভাস দিচ্ছে। আগামী তিন মাসে শেয়ারটি ৩৩২ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত পৌঁছতে পারে। বর্তমানে বিএসই-তে এই কোম্পানির মার্কেট ক্যাপ ৮,৫৭৪.৯৬ কোটি টাকা। শুক্রবার ১.৫২ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যা দিয়েছে ৪.৮৪ কোটি টাকার টার্নওভার।
সতর্কীকরণ- শেয়ারে বিনিয়োগ ঝুঁকিবহুল। বিনিয়োগ করার আগে নিজস্ব পড়াশুনো এবং বিশেষজ্ঞের পরামর্শ দরকার।
আরও পড়ুন- রিলায়েন্সের দু'টি সংস্থা ছাড়তে বাধ্য হলেন মুকেশের ছোট ভাই Anil Ambani!