গত বছরের নভেম্বর থেকে শেয়ার বাজার নিম্নগামী হতে চলেছে। বিনিয়োগকারীদের নিঃস্ব করে দিয়েছে বাজারের পতন। বিশেষ করে স্বল্প মেয়াদে রিটার্ন পাওয়ার আশায় যে সব বিনিয়োগকারীরা লগ্নি করেছেন তাঁরা হতাশ হয়েছেন। তবে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীরা অনেকেই লাভে রয়েছেন। ঠিকঠাক স্টক বাছলে পারলে এই বাজারেও লাভ করা যায়। তেমন একটি শেয়ার সিকে বিড়লা গোষ্ঠীর সংস্থা ওরিয়েন্ট পেপার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এই স্টকে বিনিয়োগ করে মোটা রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
গত কয়েক বছরে ১০ পয়সা থেকে ২২ টাকায় চলে গিয়েছে ওরিয়েন্ট পেপার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্টক। একটা সময় স্টকের দাম ৪০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ৫২-সপ্তাহের সর্বোচ্চ দাম ৩৯.৪০ টাকা। এখন স্টকটি ৫২ সপ্তাহের সর্বনিম্ন অবস্থায় রয়েছে। ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ১৯.৮০ টাকা। আগামী দিনে এখন থেকে ঊর্ধ্বগতি দেখা যাবে বলে আশাবাদী বিনিয়োগকারীরা।
বিনিয়োগকারীদের ২০ হাজার শতাংশের বেশি রিটার্ন দিয়েছে এই স্টক। ২০০৩ সালের ১৯ সেপ্টেম্বর BSE-তে মাত্র ১০ পয়সায় লেনদেন শুরু করেছিল এই স্টক। চলতি সপ্তাহের শেষ লেনদেনের দিনে অর্থাৎ ২৩ জুন BSE-তে ২২.৯০ টাকায় বন্ধ হয়েছে। কোনও বিনিয়োগকারী ২০০৩ সালে ওরিয়েন্ট পেপারের স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকলে এখন তার মূল্য ২.৩০ কোটি টাকা।
গত ১০ বছরেও দুর্দান্ত রিটার্ন দিয়েছে ওরিয়েন্ট পেপার। ২০০৩ সালের ২ আগস্ট বিএসইতে এর একটি শেয়ারের দাম ছিল মাত্র ১.০১ টাকা। ২০০৩-এ শেয়ারে বিনিয়োগ করা ১ লক্ষ টাকা ২২.৬৭ লক্ষ টাকা হয়ে যেত। এই কোম্পানির বাজার মূলধন (Orient Paper MCap) প্রায় ৫০০ কোটি টাকা।
(সতর্কীকরণ: স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আরও পড়ুন- আরও সস্তা সোনা, সপ্তাহজুড়ে কতটা কমল হলুদ ধাতুর দাম?