scorecardresearch
 

Best Multibagger Stock: এই লৌহ আকরিক স্টক টাকার খনি, ১ বছরে ৪ গুণ রিটার্ন, এখনও কামাইয়ের সুযোগ

রবিবার সানদুর ম্যাঙ্গানিজ এবং আয়রন ওরস লিমিটেডের বোর্ড শেয়ারধারকদের ১০-১০ ​​টাকার ইক্যুইটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত রাইট ইস্যুতে কোম্পানি ১,৮০,০৩,৮৮২ ইক্যুইটি শেয়ার ইস্যু করতে চলেছে।

Advertisement
শেয়ারে বিনিয়োগ করে মালামাল। শেয়ারে বিনিয়োগ করে মালামাল।
হাইলাইটস
  • একবছরে চারগুণ বৃদ্ধি।
  • মালামাল বিনিয়োগকারীরা।
  • সান্দুর ম্যাঙ্গানিজ এবং আয়রন ওরস লিমিটেডের রেকর্ড উত্থান।

সামান্য় দাম। সেখান থেকে বছর ঘোরার আগেই বিনিয়োগকারীদের মালামাল করে অনেক স্টক। বছরখানেকই কয়েকগুণ লাভ পাওয়া যায়। তেমনই একটি শেয়ার সান্দুর ম্যাঙ্গানিজ এবং আয়রন ওরস লিমিটেড। খনিজ ও আকরিক নিয়ে কাজ করে এই কোম্পানি। গত এক বছরে প্রায় ৩০০ শতাংশ রিটার্ন দিয়েছে। সোমবার ফের ঊর্ধ্বগতি দেখা গিয়েছে স্টকের। তার কারণ অতিসম্প্রতি রাইট ইস্যু অনুমোদন করেছে কোম্পানির বোর্ড।

রবিবার সানদুর ম্যাঙ্গানিজ এবং আয়রন ওরস লিমিটেডের বোর্ড শেয়ারধারকদের ১০-১০ ​​টাকার ইক্যুইটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত রাইট ইস্যুতে কোম্পানি ১,৮০,০৩,৮৮২ ইক্যুইটি শেয়ার ইস্যু করতে চলেছে। এনটাইটেলমেন্ট রেশিও ২:১। অর্থাৎ যে কোনও বৈধ শেয়ারহোল্ডার যাঁর কাছে বর্তমানে কোম্পানির একটি ইক্যুইটি শেয়ার রয়েছে, তিনি রাইট ইস্যুতে দু'টি শেয়ার পাবেন। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে স্টকটি ২০ শতাংশ বেড়ে ৪,৫২২.৮০ টাকায় পৌঁছয়। সারাদিন এই স্টক ঊর্ধ্বমুখীই ছিল।

কোম্পানির বোর্ড স্যান্ডুর পেলেটস নামে একটি সহায়ক সংস্থাকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদন করেছে বোর্ড৷ এই সংস্থাটি কর্ণাটকের বেল্লারি জেলার সান্দুর তালুকের দেবগিরি গ্রামে ম্যাঙ্গানিজ ও লৌহ আকরিক খনন করে। খনন ছাড়াও কোম্পানিটি ফেরো অ্যালয়, কোক এবং বিদ্যুৎক্ষেত্রেও কাজ করে। আগামী দিনে ইস্পাত উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে সংস্থা। 

শুধুমাত্র চলতি বছরেই সংস্থার স্টক ৮১ শতাংশ বেড়েছে৷ গত ৫ দিনে তা বেড়েছে ২৩.০৭ শতাংশ। সান্দুর ম্যাঙ্গানিজ এবং আয়রন ওরস লিমিটেডের স্টক গত ছয় মাসে ১২৪  শতাংশ বেড়েছে। গত এক বছরের কথা ধরলে এই স্টকটি ১২ এপ্রিল ২০২১-এ মাত্র ১,১৪১.৫৫ টাকায় ছিল। এখন এটি ৪,৫২২.৮০ টাকায় চলে গেছে। এক বছরে প্রায় ৩০০ শতাংশ রিটার্ন দিয়েছে।  এক বছর আগে কেউ বিনিয়োগ করে থাকলে সেই টাকা এখন প্রায় ৪ গুণ হয়ে গিয়েছে।

Advertisement

(স্টক মার্কেটে বিনিয়োগের সঙ্গে অনেক ঝুঁকি জড়িত। স্টক মার্কেটে বিনিয়োগ করার আগে আপনাকে অবশ্যই পড়াশুনো ও ব্যক্তিগত উপদেষ্টার পরামর্শ নিতে হবে।)

আরও পড়ুন- Adani Wilmar-Adani Power ঘুরে দাঁড়াল, বাজার খুলতেই রকেট তেজি

 

Advertisement