Bike Engine Oil Change: বাইকের ইঞ্জিন অয়েল কতদিন বা কত কিলোমিটার অন্তর বদল করতে হয়? জেনে নিন

Bike Engine Oil Change: ইঞ্জিন অয়েল। বাইক দীর্ঘদিন ভাল রাখতে এরই ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক বাইকচালকই বাইকের ইঞ্জিন অয়েল কতদিন বা কত কিলোমিটার অন্তর বদল করা উচিত, জানেন না।

Advertisement
বাইকের ইঞ্জিন অয়েল কতদিন বা কত কিলোমিটার অন্তর বদল করতে হয়? জেনে নিনসঠিক সময় মেনে অয়েল না বদলালে ইঞ্জিনের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে।
হাইলাইটস
  • বাইক দীর্ঘদিন ভাল রাখতে এরই ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
  •  বাইকের ইঞ্জিন অয়েল কতদিন বা কত কিলোমিটার অন্তর বদল করা উচিত।
  • সঠিক সময় মেনে অয়েল না বদলালে ইঞ্জিনের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে(Motorcycle Maintenance Tips)।

Bike Engine Oil Change: ইঞ্জিন অয়েল। বাইক দীর্ঘদিন ভাল রাখতে এরই ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক বাইকচালকই বাইকের ইঞ্জিন অয়েল কতদিন বা কত কিলোমিটার অন্তর বদল করা উচিত, জানেন না। বিশেষ করে ১২৫ সিসি থেকে ৩৫০ সিসি মোটরসাইকেলের ক্ষেত্রে সঠিক সময় মেনে অয়েল না বদলালে ইঞ্জিনের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে(Motorcycle Maintenance Tips)। তাই নিয়মটা জানা জরুরি। ছবিতে দেখুন: Royal Enfield এর বিকল্প? 350 cc র সস্তার বাইকের প্ল্যান Harley Davidson এর

নিয়ম 
সাধারণত, প্রতি ২,০০০ থেকে ৩,০০০ কিলোমিটার অন্তর অথবা চার থেকে পাঁচ মাস অন্তর বাইকের ইঞ্জিন অয়েল বদল করা উচিত। তবে এই হিসেবটি কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে।

  1. ইঞ্জিনের ক্যাপাসিটি (125cc, 150cc, 200cc, 350cc)
     
  2. কোন ধরনের অয়েল ব্যবহার করছেন (Mineral, Semi-Synthetic, Fully Synthetic)
     
  3. বাইক চালানোর ধরন (City Riding, Highway Riding, Heavy Traffic)

১২৫-১৫০ সিসি বাইকের ক্ষেত্রে

১২৫ থেকে ১৫০ সিসি কমিউটার বাইকের ক্ষেত্রে সাধারণত Mineral Engine Oil ব্যবহার করা হয়। এই ধরনের বাইকে

  • প্রতি ২,০০০-২,৫০০ কিলোমিটার অন্তর অয়েল বদল করা ভাল
     
  • শহরের ভিড়, বারবার ক্লাচ-গিয়ার ব্যবহারে অয়েল দ্রুত নষ্ট হয়

১৬০-২০০ সিসি বাইকের ক্ষেত্রে

এই সেগমেন্টে অনেকেই Semi-Synthetic Oil ব্যবহার করেন।

  • প্রতি ৩,০০০ কিলোমিটার অন্তর অয়েল বদল করা যেতে পারে
     
  • নিয়মিত হাইওয়ে রাইড করলে অয়েল কিছুটা বেশি সময় ভাল থাকে

২৫০-৩৫০ সিসি বাইকের ক্ষেত্রে

Royal Enfield, Jawa, KTM, Honda CB-র মতো ২৫০-৩৫০ সিসি বাইকে সাধারণত Fully Synthetic Engine Oil ব্যবহার করা হয়।

  • প্রতি ৪,০০০-৫,০০০ কিলোমিটার অন্তর অয়েল বদল করা যায়
     
  • তবে হেভি ট্রাফিক বা দীর্ঘক্ষণ স্লো রাইডিং করলে সময় কমানো উচিত

এই লক্ষণগুলি দেখলে দেরি না করে অয়েল বদলে ফেলুন

>> ইঞ্জিন অতিরিক্ত গরম হচ্ছে

>> গিয়ার শিফট করতে সমস্যা

>> ইঞ্জিনের শব্দ বেড়ে যাওয়া

>> মাইলেজ কমে যাওয়া

সার্ভিস ম্যানুয়াল যত্ন করে রাখুন

প্রতিটি বাইকের Owner’s Manual-এ অয়েল গ্রেড ও বদলানোর সময় লেখা থাকে। সেটি ফলো করাই সবচেয়ে নিরাপদ। বাইকের ইঞ্জিন সুস্থ রাখতে নিয়মিত Engine Oil Change Interval মেনে চলা অত্যন্ত জরুরি। সময়মতো অয়েল বদল করলে ইঞ্জিনের আয়ু বাড়ে, মাইলেজ ভাল থাকে এবং বড় খরচের ঝুঁকি কমে। 

POST A COMMENT
Advertisement