শেয়ারের দামে পতনএখন অনেকেই বিকল্প আয়ের পথ খোঁজেন। অথবা বলা ভাল, প্যাসিভ ইনকাম করতে চান। আর সেই কারণে তারা শেয়ারবাজারে স্টক কিনতে শুরু করেন। কিন্তু মুশকিল হল, নিফটি এবং সেনসেক্সে শেয়ার কেনা খুব একটা সহজ কাজ নয়। এমনটা হতেই পারে যে আপনি অনেক ভেবে বা কারও টিপস নিয়ে একটা স্টক কিনলেন। তারপরই দাম হুট করে পড়ে গেল। তখনই বেড়ে যায় হার্টবিট। মাথা বনবন করে ঘোরে।
এখন প্রশ্ন হল, শেয়ার কেনার পর যদি দাম পড়ে যায়, তখন কী করবেন? সেটির দাম ওঠার জন্য করবেন অপেক্ষা, নাকি বেচে দেবেন? আর সেই প্রশ্নের উত্তরটা জানতেই আমরা যোগাযোগ করেছিলাম বিশিষ্ট চার্টার অ্যাকাউন্ট্যান্ট সমীরকুমার সেনের সঙ্গে।
কী করতে পারেন?
এই প্রসঙ্গে সেন বলেন, 'আসলে স্টকমার্কেটে শেয়ার কেনার ক্ষেত্রে দুই ধরনের মানসিকতা কাজ করে। একদল ট্রেডিং করার দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টি দেখেন। অপরদল আবার ইনভেস্টমেন্টের কথা ভাবেন। আর দুই ধরনের মানসিকতার ক্ষেত্রে প্রশ্নের উত্তরটা হবে আলাদা।'
যারা ট্রেডিং করেন
'অনেকেই ট্রেডিং করেন। আজ শেয়ার কিনে আজই বেচে দেন অথবা কিছুদিন হোল্ড করার পর সেটা বিক্রি করার প্ল্যান করেন। আর যারা ট্রেডিং করেন, তাদের সবসময় একটা স্টপ লস রাখতে হয়। এক্ষেত্রে ধরুন কোনও শেয়ারের দাম ১০০ টাকা। সেক্ষেত্রে আপনি নিজে রিসার্চ করে দেখলেন, এর দাম যদি ৯০-তে নেমে যায়, তাহলে আরও দাম পড়ার আশঙ্কা রয়েছে। তাই ওই টার্গেট হিট করলেই আপনাকে শেয়ারটা বেচে দিতে হবে। অপেক্ষা করলে চলবে না। তাহলে লস আরও বাড়তে পারে।' এমনটাই বললেন সেন।
ইনভেস্টমেন্ট করার লক্ষ্য থাকলে...
একদল মানুষ এই সব ট্রেডিং করার চেষ্টা করেন না। বরং তারা ইনভেস্ট করে বসে থাকেন। আর এমন পরিস্থিতিতে শেয়ারের দাম কেনার পর নেমে গেলেও অপেক্ষা করা যায় বলে জানালেন সেন।
তবে তিনি এক্ষেত্রে একটা বিষয় সতর্ক করে দিয়েছেন। এই প্রসঙ্গে সেন বলেন, 'ইনভেস্টমেন্টের জন্য শেয়ার কেনার অর্থ হল সেটা লং টার্মের জন্য পোর্টফোলিওতে থাকবে। তাই সবার আগে ভালমতো রিসার্চ করতে হবে। স্টকটির ফান্ডামেন্টাল দেখুন। লাভ-লোকসানের হিসেব, ঋণের বোঝা, কারা সংস্থার ইনভেস্টর, অর্ডার কেমন ইত্যাদি বিষয়গুলি জানুন। পাশাপাশি স্টকের টেকনিক্যালটাও মাথায় রাখতে হবে। তারপরই সেখানে বিনিয়োগ করে শান্তি পাবেন। প্রথমে দাম কমে গেলেও চিন্তা করতে হবে না। সেই শেয়ার আবার উঠবেই উঠবে।' তাই এই সব দিক মাথায় রেখেই বিনিয়োগ করুন।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।