আজকাল অনেকেই স্টেশনে গিয়ে দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন টিকিট কাটেন না। তাঁরা অনলাইনেই রাখেন ভরসা। বাড়ি বসেই কেটে ফেলেন টিকিট।
তবে অনেক সময়ই ট্রেনে ফাঁকা সিট থাকে না। ওয়েটিং লিস্টেই কাটতে হয় টিকিট। তার পর আশা থাকে যে ওয়েটিং লিস্ট থেকে কনফার্ম হয়ে যাবে টিকিট।
যদিও মুশকিল হল, অনেক ক্ষেত্রেই আশার সঙ্গে মেলে না বাস্তব পরিস্থিতি। ট্রেন ছাড়ার আগে রিজার্ভেশন কনফার্মেশন হয় না। এমনকী RAC-ও হয় না। তখন অনেকেই ওই টিকিট নিয়ে জেনারেলে ভ্রমণ করেন।
যদিও প্রশ্ন হল, অনলাইনের রিজার্ভেশন কনফার্ম না হলে কি সেটা নিয়ে ওঠা যায় জেনারেলে? আসুন সেই প্রশ্নের উত্তর জানা যাক।
অনলাইনের রিজার্ভেশন কনফার্ম না হলে কি জেনারেলে ওঠা যায়?
না, অনলাইনে টিকিট কনফার্ম বা RAC না হলে কোনও কোচেই ওঠা যায় না। এমনকী জেনারেলেও ওঠা যাবে না। এক্ষেত্রে জেনারেলে উঠতে গেলে আবার নতুন করে জেনারেল টিকিট কাটতে হবে। অন্যথায় ফাইন করতে পারেন টিটি।
এখন প্রশ্ন হল, কেন এমনটা হয়? আর তার পিছনে রয়েছে কিছু কারণ। আসলে অনলাইনের টিকিট যদি কনফার্ম না হয়, তাহলে নিজের থেকেই তা ক্যানসেল হয়ে যায়। সেই টাকা ফিরে আসে নির্দিষ্ট অ্যাকাউন্টে। তাই এই টিকিটের কোনও ভ্যালিডিটি থাকে না। তখন সেই টিকিট নিয়ে উঠলে আদতে দিতে হবে ফাইন।
কী করতে হবে?
এমন পরিস্থিতিতে জেনারেল কোচের টিকিট কিনে নিতে হবে। তারপরই চড়া যাবে ট্রেনে। নইলে বিরাট বড় ফাইন হতে পারে।
কাউন্টারে টিকিট কাটলে সমস্যা নেই
যদিও কোনও ব্যক্তির কাউন্টারে টিকিট কাটার পর কনফার্ম না হয়, তাহলে তিনি সেই টিকিট নিয়ে জেনারেলে উঠতে পারেন। তাতে কোনও সমস্যা নেই।
তবে তিনি যদি সেই টিকিট ক্যানসেল করে টাকা নিয়ে নেন, সেক্ষেত্রে টিকিটের আর মেয়াদ থাকে না। এমন পরিস্থিতিতে আবার নতুন করে টিকিট কেটেই উঠতে হবে। তাই পরের বার থেকেই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখুন।