সন্তানের দেখভাল করতে সবেতনে ছুটি পাবেন 'সিঙ্গেল পেরেন্ট' বাবা

পুরুষ সরকারি কর্মচারীদের জন্য সুখবর। সন্তানদের দেখাশোনার জন্য 'চাইল্ড কেয়ার লিভ' পাবেন। সোমবার এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

Advertisement
সন্তানের দেখভাল করতে সবেতনে ছুটি পাবেন 'সিঙ্গেল পেরেন্ট' বাবাপুরুষ সরকারি কর্মচারীদের জন্য সুখবর। প্রতীকী ছবি
হাইলাইটস
  • সন্তানদের দেখাশোনার জন্য 'চাইল্ড কেয়ার লিভ' পাবেন পুরুষ সরকারি কর্মচারীরা
  • সবেতনে এই ছুটি পাবেন তারা, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
  • 'সিঙ্গেল পেরেন্ট'- সহ অবিবাহিত কর্মচারী, বিধবা, ডিভোর্সি যাদের একা হাতে সন্তানের দায়িত্ব নিতে হয় তারা 'চাইল্ড কেয়ার লিভ' পাবেন

এতদিন পর্যন্ত এই সুবিধা মায়েরা পেতেন অর্থাৎ সন্তানের দেখাশোনার জন্য মহিলা সরকারি কর্মীদের মেটারনিটি লিভ দেওয়া হত। এবার থেকে পিতৃত্বের ছুটি পাবেন পুরুষ কর্মীরা। 'সিঙ্গেল পেরেন্ট'- সহ অবিবাহিত কর্মচারী, বিধবা, ডিভোর্সি যাদের একা হাতে সন্তানের দায়িত্ব নিতে হয় তাদের এবার 'চাইল্ড কেয়ার লিভ' -এর আওতায় আনা হল। সোমবার এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। যে সমস্ত পুরুষ কর্মচারীরা একাই সন্তানদের দেখাশোনা করেন তাদের সিক লিভ, ক্যাসুয়াল লিভ, প্রিভিলেজ লিভের মতো ছুটিতে বেতন কাটা যাবে না। 

এই সিদ্ধান্তকে অভূতপূর্ব ও প্রগতিশীল হিসাবে বর্ণনা করে মন্ত্রী বলেছিলেন যে সরকারি কর্মীরা নিজেদের সুবিধামতো এই ছুটি নিতে পারবে। এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল কিন্তু তা মানুষের কাছে পৌঁছতে দেরি হয়ে গেল। সঠিক তত্ত্বাবধানের অভাবে নিয়মের বাস্তবায়নে সামান্য বিলম্ব হয়ে গিয়েছে বলেই জানিয়েছেন জিতেন্দ্র সিং। 

বিবৃতিতে মন্ত্রী জানিয়েছেন, ছুটির প্রথম একবছর একশ শতাংশ বেতন এবং পরের এক বছর আশি শতাংশ বেতনে দেওয়া হবে। এমনকী যে কোনও সরকারি কর্মচারী প্রতিবন্ধী শিশুর দেখভালের জন্য ছুটি নিতে পারবেন। আগেই এই সন্তানের সর্বোচ্চ বয়সসীমা ২২ বছর নির্ধারণ করা হয়েছিল। সেই নিয়ম এখন থেকে লাঘব করা হল। 

সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে পুরুষ সরকারি কর্মচারীদের জন্য সুখবর। জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়ে ব্যক্তিগত উৎসাহ দেখিয়েছেন। সরকারি কর্মীদের দক্ষতা বাড়ানো এবং সঠিকভাবে তা কাজে লাগানোর বিষয়েও আমল দিচ্ছেন নরেন্দ্র মোদী। তিনি আরও জানিয়েছেন, এতদিন সরকারি কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হবে। 

POST A COMMENT
Advertisement