scorecardresearch
 

West Bengal Chokher Alo Scheme: চোখ খারাপে ফ্রি-তে চশমা দেয় সরকার, কী ভাবে পাবেন? রইল জরুরি তথ্য

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ২০২৫ সালের মধ্যে কমপক্ষে ২০ লক্ষ প্রবীণ নাগরিকের ছানি অপারেশন (Cataract Surgery) করার লক্ষ্য নির্ধারণ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার প্রায় ৮.২৫ লক্ষ বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে চশমা (Spectacles) প্রদান করবে, যারা ছানি অস্ত্রোপচার করবেন।

Advertisement
চোখের আলো প্রকল্প চোখের আলো প্রকল্প
হাইলাইটস
  • এই প্রকল্পের আওতায় বিনামূল্যে চোখের চিকিৎসার পাশাপাশি ছানি অপারেশনও করা হয়
  • চলতি বছরের ২০ জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান শুরু হয়েছে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চোখের চিকিৎসা এবং চশমা দেওয়ার জন্য ২০২১ সালের ৫ জানুয়ারি চোখের আলো প্রকল্প (West Bengal Chokher Alo Scheme) চালু করেছেন। এই প্রকল্পের আওতায় বিনামূল্যে চোখের চিকিৎসার পাশাপাশি ছানি অপারেশনও করা হয়। আজকের এই প্রতিবেদনে আমরা চোখের আলো স্কিম সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন এই স্কিমের উদ্দেশ্য, সুবিধা জানব। সেই সঙ্গে, আমরা এই স্কিমের আবেদন করার সমস্ত আবেদন পদ্ধতি সম্পর্কেও জানব।


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ২০২৫ সালের মধ্যে কমপক্ষে ২০ লক্ষ প্রবীণ নাগরিকের ছানি অপারেশন (Cataract Surgery) করার লক্ষ্য নির্ধারণ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার প্রায় ৮.২৫ লক্ষ বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে চশমা (Spectacles) প্রদান করবে, যারা ছানি অস্ত্রোপচার করবেন। চলতি বছরের ২০ জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান শুরু হয়েছে। চলবে ৩১ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই চোখের আলো শিবিরে চোখের চিকিৎসা (Free Eye Treatment) ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: Gatidhara Scheme: কমার্সিয়াল গাড়ি কিনলে ১ লক্ষ টাকা দেয় রাজ্য সরকার, কীভাবে পাবেন?

পশ্চিমবঙ্গে অনেক প্রবীণ নাগরিক রয়েছেন, যারা তাঁদের দুর্বল আর্থিক অবস্থার কারণে নিয়মিত চোখের পরীক্ষা করাতে পারেন না এবং এর ফলে তাঁদের দৃষ্টিশক্তি ক্রমাগত দুর্বল হয়ে পড়ে। এই কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চোখের আলো প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চোখের চিকিৎসা (Chokher Alo Scheme Free eyes Treatment) এবং ছানি অপারেশন করা হবে। সেই সঙ্গে ছানি অপারেশন করা বিভিন্ন বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে চশমাও দেবে সরকার।

Advertisement

চোখের আলো স্কিমের বৈশিষ্ট্য ও সুবিধা (Benefits Under WB Chokher Alo Scheme)

  • এই প্রকল্পের আওতায় প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হবে।
  • প্রবীণ নাগরিকদের ছানি অস্ত্রোপচারও করা হবে। যাঁরা চোখের অপারেশন করাতে যাবেন, তাঁদের যাতায়াতের খরচও বহন করবে সরকার।
  • সরকার প্রায় ৮.২৫ লক্ষ বয়স্ক লোককে চশমা দেবে
  • রাজ্য সরকার ১০ লক্ষ পড়ুয়ার চক্ষু পরীক্ষা করবে, যার মধ্যে ৪ লক্ষ পড়ুয়াকে বিনামূল্যে চশমা দেওয়া হবে।
  • এই প্রকল্পে প্রায় সবকটি গ্রাম পঞ্চায়েত এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে কভার করা হবে।

যোগ্যতার মানদণ্ড

  • একজন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • তাকে অবশ্যই একজন সিনিয়র সিটিজেন হতে হবে
  • একজন আবেদনকারীকে অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মী বা রাজ্যের ছাত্র হতে হবে

গুরুত্বপূর্ণ নথি

আধার কার্ড
ভোটার আইডি কার্ড
ঠিকানা প্রমাণ
মোবাইল নম্বর
পাসপোর্ট - সাইজ ছবি

চোখের আলো স্কিমের জন্য আবেদন করার প্রক্রিয়া (Apply For WB Chokher Alo Scheme)

চোখের আলো প্রকল্পের সুবিধা পাওয়া জন্য এখনও অনলাইন আবেদন সুবিধা চালু হয়নি। পঞ্চায়েত, পুরসভাগুলি চোখের আলো শিবির সম্পর্কে নাগরিকদের অবহিত করবে। বাড়ি-বাড়ি প্রচার চালাবেন আশাকর্মী এবং মহিলা আরোগ্য সমিতির সদস্যরা।

Advertisement