scorecardresearch
 

তত্‍কাল বুকিংয়ে কনফার্ম টিকিট নিশ্চিত, রইল পদ্ধতি

অ্যাপটি ডাউনলোড করার পরে, আইআরসিটিসি আইডি দিয়ে লগইন করতে হবে। তারপর মাস্টার লিস্ট ফিচার ব্যবহার করতে হবে। এই ফিচারের মাধ্যমে যাত্রীর বিবরণ আগে থেকে পূরণ করে রাখা যেতে পারে। তাহলে বুকিংয়ের সময় আর বিস্তারিত লিখতে হবে না, ফলে সময় বাঁচবে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • যাত্রীর চাপ থাকলে কনফার্ম তৎকাল টিকিট পাওয়া মুশকিল হয়ে যায়
  • আইআরসিটিসি অ্যাপ দিয়ে বুক করা যায় টিকিট
  • কয়েকটি টিপস মেনে চললে পেতে পারেন কনফার্ম টিকিট

গ্রীষ্মের ছুটিতে (Summer Vacation) অনেকে বেড়াতে যেতে বা বাড়ি ফিরতে চান। কিন্তু ইচ্ছে থাকলেও ট্রেনের টিকিট পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। ওয়েটিং টিকিটে কনফার্ম হওয়ার সম্ভাবনাও তেমন দেখা যায় না। সেই পরিস্থিতিতে Tatkal টিকিট-ই একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। Tatkal টিকিট বুকিং ২৪ ঘন্টা আগে করা যায়। কিন্তু, যেসব রুটে যাত্রীর চাপ বেশি সেখানে তৎকাল টিকিট পাওয়াও খুব কঠিন। সেই কারণে অনেকসময় যাত্রীরা এজেন্টদের দ্বারস্থ হন। 

তবে, কিছু টিপস অনুসরণ করে সহজেই তৎকাল টিকিট বুক করা যায়। এর জন্য গ্রাহককে IRCTC অ্যাপ এবং মাস্টার লিস্ট ফিচার ব্যবহার করতে হবে। এক্ষেত্রে Google Play Store বা Apple App Store থেকে IRCTC অ্যাপটি ডাউনলোড করে নেওয়া যায়। 

অ্যাপটি ডাউনলোড করার পরে, আইআরসিটিসি আইডি দিয়ে লগইন করতে হবে। তারপর মাস্টার লিস্ট ফিচার ব্যবহার করতে হবে। এই ফিচারের মাধ্যমে যাত্রীর বিবরণ আগে থেকে পূরণ করে রাখা যেতে পারে। তাহলে বুকিংয়ের সময় আর বিস্তারিত লিখতে হবে না, ফলে সময় বাঁচবে। 

Tatkal টিকিটের ক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ। তাই মাস্টার লিস্ট ফিচার ব্যবহার করলে একটি নিশ্চিত তৎকাল টিকিটের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। মাস্টার লিস্ট ফিচার অ্যাড করতে IRCTC অ্যাপ খুলে তাতে লগইন করতে হবে। এর পরে প্রদত্ত অপশান থেকে মাই মাস্টার লিস্ট সিলেক্ট করতে হবে। তাতে যাত্রীর সমস্ত বিবরণ পূরণ করে সেটি সেভ করতে হবে। প্রসঙ্গত বলে রাখা দরকরা যে, AC-তে তৎকাল বুকিং শুরু হয় সকাল ১০টায় ও স্লিপারে শুরু হয় বেলা ১১ টায়। 

তৎকাল বুকিং শুরু হওয়ার ১-২ মিনট আগে অ্যাপটি খুলে তাতে লগইন করুন। তারপর যাতায়াতের রুট নির্বাচন করে মাস্টার লিস্টের মাধ্যমে যাত্রীদের বিবরণ অ্যাড করে দিন। এরপর পেমেন্ট করার সময় UPI বিকল্পটি সিলেক্ট করুন। এভাবে সময়ও বাঁচবে এবং কনফার্ম তৎকাল টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। 

Advertisement

আরও পড়ুনরবি-গানে লালন-ছোঁয়া মেলে বারবার, ফকির-ঠাকুর সাক্ষাত্‍ ঘটেছিল?


 

Advertisement