scorecardresearch
 

DA Arrears-7th Pay Commission Latest News: ১৮ মাসের বকেয়া ডিএ পাবেন সরকারি কর্মীরা? বড় সিদ্ধান্ত মোদী সরকারের

১৮ মাসে মাসের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) দেওয়ার কোনও পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই। আজ লোকসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

Advertisement
১৮ মাসের বকেয়া ডিএ পাবেন সরকারি কর্মীরা? বড় সিদ্ধান্ত মোদী সরকারের ১৮ মাসের বকেয়া ডিএ পাবেন সরকারি কর্মীরা? বড় সিদ্ধান্ত মোদী সরকারের
হাইলাইটস
  • ১৮ মাসের ডিএ এরিয়ার (DA Arrears) বাকি রয়েছে
  • বুধবারই ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার

7th Pay Commission Latest News: কোভিডের সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Central Government Employees) ডিএ (DA) পাননি। ১৮ মাসের ডিএ এরিয়ার (DA Arrears) বাকি রয়েছে। মনে করা হয়েছিল কেন্দ্রীয় সরকার এই বকেয়া ডিএ এরিয়ার মিটিয়ে দেবে হোলির পরই। কিন্তু, সেটা হচ্ছে না। ১৮ মাসে মাসের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) দেওয়ার কোনও পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই। আজ লোকসভায় একটি প্রশ্নের উত্তরে লিখিত জবাবে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী (Pankaj Chaudhary)। 

মন্ত্রী বলেন, 'কেন্দ্রীয় সরকারী কর্মচারী/পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DA)/মহার্ঘ ত্রাণ (DR)-এর তিনটি কিস্তি স্থগিত করার সিদ্ধান্তটি COVID-19 এর প্রেক্ষাপটে নেওয়া হয়েছিল, যার কারণে অর্থনৈতিক ব্যাঘাত, যাতে সরকারি কোষাগারের উপর চাপ কমানো যায়। যেহেতু ২০২০ সালে মহামারীর প্রতিকূল আর্থিক প্রভাব এবং সরকার কর্তৃক গৃহীত কল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। এছাড়াও ২০২০-২১ অর্থবছরের পরেও আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই DA ও DR-এর বকেয়া, যা বেশিরভাগই ২০২০-২১ সালের অর্থবছরের সঙ্গে সম্পর্কিত, তা সম্ভাব্য বলে বিবেচিত হয় না।' মন্ত্রী আরও বলেন, '"এমনকি এখনও সরকারের রাজস্ব ঘাটতি দ্বিগুণেরও বেশি।'

আরও পড়ুন: 7th Pay Commission Latest News On DA: হু হু করে বেতন বাড়বে কেন্দ্রীয় কর্মীদের, বুধবারই ডিএ নিয়ে বড় ঘোষণা?

অদূর ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য কোভিড মহামারীর সময় বন্ধ হয়ে যাওয়া ১৮ মাসের বকেয়া ডিএ দেওয়ার কোনও পরিকল্পনা আছে কিনা এবং যদি তাই হয়, তার বিশদ বিবরণ এবং কখন দেওয়া হবে সে সম্পর্কে একটি প্রশ্নের জবাব দিয়েছে মন্ত্রী।

মন্ত্রী জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের প্রদেয় মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণের তিনটি কিস্তি না দেওয়ার কারণে ৩৪৪০৪.৩২ কোটি টাকা সঞ্চয় করা হয়েছে এবং COVID-19 মহামারীর সময় অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় ব্যবহার করা হয়েছে।

Advertisement

এদিকে, খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুবিধার জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)নেতৃত্বে ১৫ মার্চ মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকেই সরকার ডিএ (Dearness Allowance) বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে। কর্মচারী সংগঠনগুলি ৪ শতাংশ DA/DR বৃদ্ধির আশা করছে৷ যদি এটি হয়, তাহলে কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হবে এবং কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

 

Advertisement