সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা। সপ্তম বেতন কমিশনের আওতায় বছরে দু'বার জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকার। কয়েক মাস পরেই তার ঘোষণা করা হয়। এবারও ডিএ বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) এবং ডিআর বা মহার্ঘ ত্রাণের জন্য অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা।
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI-IW)-এর তথ্য অনুযায়ী, এবার সরকারি কর্মী ও পেনশনভোগীদের ৩ থেকে ৪ শতাংশ ডিএ বাড়তে পারে। যা ১ জুলাই থেকে কার্যকর করা হবে। সেপ্টেম্বর বা অক্টোবরে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে।
কত শতাংশ ডিএ বাড়তে পারে
AICPI-IW-এর সূচক অনুযায়ী হিসেব করেই ডিএ বাড়ানো হয়। মার্চ থেকে মে পর্যন্ত টানা ৩ মাস এই সূচক বৃদ্ধি পেয়েছে। মার্চে এই সূচক ছিল ১৪৩, এপ্রিলে ১৪৩.৫। মে মাসে ১৪৪। এই ট্রেন্ড অনুযায়ী মনে করা হচ্ছে, ৩-৪ শতাংশ ডিএ বাড়ানো হতে পারে।
৬০ শতাংশ ডিএ কীভাবে
সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার পর থেকেই ধারাবাহিক ভাবে ডিএ বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সালে ডিএ ছিল শূন্য শতাংশে। চলতি বছরের জানুয়ারিতে যা বেড়ে হয়েছে ৫৫ শতাংশ। জুলাইয়ে ৩ শতাংশ ডিএ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। যার ফলে ডিএ বেড়ে হতে পারে ৫৮ শতাংশে। ২০২৬ সালের জানুয়ারিতে আরও ২ শতাংশ ডিএ যদি বাড়ানো হয়, তা হলে অঙ্কটা বেড়ে হবে ৬০ শতাংশে।
অষ্টম বেতন কমিশন
জানা যাচ্ছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করা হতে পারে। এর পরে সম্ভবত ৬০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধি ভাতা মূল বেতনের সাথে অন্তর্ভুক্ত করা হতে পারে।
মন্ত্রিসভার অনুমোদনের পর কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।