Door Lock Breaking Hacks: চাবি হারালেও চিন্তা নেই, দেশলাই কাঠি দিয়ে কীভাবে তালা খোলা যায়? পদ্ধতি

অনেক সময় অনেকেই বাড়ির চাবি হারিয়ে ফেলেন। কিংবা বাড়ির কেউ চাবি নিয়ে বেরিয়ে যান, এদিকে আরেকজন ঢুকতে পারে না। ঘরের তালা খুলতে তালা ভাঙার লোক ডাকতে হয়। এই পরিস্থিতিতে খুবই নাজেহাল হতে হয়। এই ধরনের জরুরি পরিস্থিতিতে, তালা খোলার জন্য অনেকে অনেক ব্যবস্থা গ্রহণ করে। এরপরও তালা খোলে না।

Advertisement
চাবি হারালেও চিন্তা নেই, দেশলাই কাঠি দিয়ে কীভাবে তালা খোলা যায়? পদ্ধতিঘরের তালা ভাঙুন দেশলাই দিয়ে
হাইলাইটস
  • অনেক সময় অনেকেই বাড়ির চাবি হারিয়ে ফেলেন
  • তালা খোলার জন্য দেশলাই কাঠি কীভাবে ব্যবহার করবেন?

Door Lock Breaking Hacks: অনেক সময় অনেকেই বাড়ির চাবি হারিয়ে ফেলেন। কিংবা বাড়ির কেউ চাবি নিয়ে বেরিয়ে যান, এদিকে আরেকজন ঢুকতে পারে না। ঘরের তালা খুলতে তালা ভাঙার লোক ডাকতে হয়। এই পরিস্থিতিতে খুবই নাজেহাল হতে হয়। এই ধরনের জরুরি পরিস্থিতিতে, তালা খোলার জন্য অনেকে অনেক ব্যবস্থা গ্রহণ করে। এরপরও তালা খোলে না। অগত্যা ভাঙতেই হয়। তবে এমন একটি পদ্ধতি আছে, যাতে বেশিরভাগ সোশাল মিডিয়া ব্যবহারকারীরা দাবি করছেন খুব কার্যকরী। এর জন্য দরকার একটি দেশলাই সহ দেশলাই বাক্সের।

অনেকে হেয়ার পিন, সেফটি পিন ব্যবহার করে, তবে এগুলির কোনওটাই খুব একটা কার্যকরী নয়। বড় লোহার তালা কোনওভাবেই এগুলিতে ভাঙবে না। তালা খোলার জন্য দেশলাই কাঠি কীভাবে ব্যবহার করবেন? জানুন।

Credit: YouTube/@Mr.Ashish
Credit: YouTube/@Mr.Ashish

দেশলাই কাঠি দিয়ে ভাঙুন দরজার লক-

- দেশলাই কাঠি থেকে কয়েকটি বারুদ বের করে নিন। বারুদ সমেত কয়েকটি কাঠি আলাদা করে রেখে দেবেন।
- এই বারুদগুলি একসঙ্গে একটি কাগজের মধ্যে রাখুন।
- সেই বারুদগুলি তালার ফুটোর মধ্যে ঢুকিয়ে দিন।
- এরপর এর মধ্যে একটা গোটা দেশলাই রাখুন, বারুদের দিকটা বাইরের দিকে রাখুন।
- তার পরে দেশলাই কাঠিটিতে আগুন ধরান। বারুদ জ্বলে কাঠি পুরে নীচের দিকে গিয়ে তালার ভিতরের বারুদ পুড়ে যাবে। আগুনটি তালার সেই প্রান্ত পর্যন্ত  জ্বলবে যেখানে গুঁড়ো বারুদ রয়েছে।
- তালাতে বিস্ফোরণ হতে পারে। এইসময় আশেপাশে থাকবেন না, একটু দূরে সরে দাঁড়ান।
- এভাবে অনায়াসে তালা খুলে যাবে।

তবে মনে রাখবেন এই কাজ ঝুঁকিপূর্ণ হতে পারে।

POST A COMMENT
Advertisement