হাইলাইটস
- ১ এপ্রিল থেকে শুরু হবে দুয়ারে সরকার
- মোট ৩২টি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে
রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে আবারও শুরু হবে দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির। ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলবে 'দুয়ারে সরকার'। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। মোট ৩২টি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার শিবির (Duare Sarkar Camp) থেকে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, কৃষকবন্ধু, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী ছাড়াও আরও নানা প্রকল্পের সুবিধা নিতে পারবেন উপভোক্তারা।
এবার নতুন ৪টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার শিবির থেকে। তার মধ্যে রয়েছে মেধাশ্রী স্কলারশিপ প্রকল্প (Medhashree Scholarship)। এই প্রকল্প একেবারে নতুন শুরু হয়েছে। রাজ্যের ওবিসি পড়ুয়াদের বছরে ৮০০ টাকা ভাতা দেওয়া হবে মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগেই এই প্রকল্প চালুর কথা ঘোষণা করেছেন। মেধাশ্রী প্রকল্পের আবেদন অনলাইনে করা যাচ্ছে। তবে কেউ চাইলেই দুয়ারে সরকার শিবিরে গিয়ে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: Public Provident Fund Account Reactivation: বন্ধ হয়ে যাওয়া PPF অ্যাকাউন্ট চালু করবেন কীভাবে? রইল পদ্ধতি
মেধাশ্রী ছাড়াও এবার আরও তিনটি নতুন প্রকল্পে পরিষেবা দেওয়া হবে। সেগুলি হল-প্রতিবন্ধী শংসাপত্রের জন্য আবেদন, স্পিংলার সেচের জন্য সরকারি আর্থিক সাহাযের জন্য় আবেদন ও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Vobissot credit card)। রাজ্য সরকার স্পিংলার সেচের জন্য প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন। ৮৫ হাজার কৃষক সুবিধা পেতে আবেদন জানিয়েছেন। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে এবারই প্রথম এই প্রকল্পের সুবিধা পেতে নাম নথিভুক্তির সুযোগ পাওয়া যাবে দুয়ারে সরকার ক্যাম্পে।
অন্যদিকে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প শুরু করা হয়েছে রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কথা ভেবে। এই প্রকল্পের জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য বাজেটে। শিল্প স্থাপনের জন্য ২ লক্ষ যুবক-যুবতী আর্থিক সহায়তা বাবদ সর্বাধিক ৫ লক্ষ টাকা স্বল্প সুদে ঋণ পাবেন। তার ফলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ঋণের গ্যারান্টার হবে রাজ্য সরকার। রাজ্য সরকার সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে।