Durga Puja Bank Holidays: পুজোর সময়ে টানা ছুটি, কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?

পুজোর মাসে টানা ছুটি ব্যাঙ্কে। শনি ও রবিবার নিয়ে পুজোর দিনগুলিতে একটানা অনেকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফলে শপিং কিংবা বেড়ানোর প্ল্যানের আগে ব্যাঙ্ক যাওয়ার থাকলে জেনে নিন আপডেট।

Advertisement
পুজোর সময়ে টানা ছুটি, কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?দুর্গাপুজোয় কতদিন ব্যাঙ্ক বন্ধ?
হাইলাইটস
  • পুজোয় পোয়াবারো ব্যাঙ্কারদের
  • এবার উৎসবের দিনগুলিতে টানা ছুটি ব্যাঙ্কে
  • পরিকল্পনা করার আগেভাগে জেনে নিন কবে কবে ব্যাঙ্ক বন্ধ

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। বাংলার শ্রেষ্ঠ উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। প্যান্ডেল হপিং, আড্ডা আর বেড়ানোর প্ল্যান ছকার আগে ব্যাঙ্কাররা হিসেব কষতে শুরু করেছেন ছুটির। ক্যালেন্ডার মিলিয়ে দেখে নিচ্ছেন টানা কতদিন রয়েছে হলিডে। RBI-এর তালিকা মতে এবার পুজোয় ব্যাঙ্ক কতদিন টানা ছুটি? এদিকে আবার পুজোর মাসে খরচ বিস্তর। ব্যাঙ্কে যাতায়াতও লেগে থাকে বেশি। ফলে উৎসবের পরিকল্পনা করার আগেভাগে জেনে নিন কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। মাসে ৬ দিন ব্যাঙ্কে থাকে উইক অফ। সেগুলি বাদ দিলে এ মাসে টানা কতদিন ব্যাঙ্কের ঝাঁপ বন্ধ থাকবে?

RBI-এর তথ্য অনুযায়ী, সেকেন্ড এবং ফোর্থ অর্থাৎ মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এছাড়া রবিবারও বন্ধ থাকে ব্যাঙ্কের সমস্ত শাখা। তবে ডিজিটাল লেনদেন জারি থাকে। তবে উৎসবের জন্য এ মাসে নিয়মিত এই উইক অফ ছাড়াও টানা অনেক দিন ছুটি ব্যাঙ্কে। 

পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর জন্য মাসের শেষে টানা ছুটি থাকবে। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ছুটি। এর মধ্যে ২৯ ও ৩০ সেপ্টেম্বর এবং ১ ও ২ অক্টোবর পুজোর জন্য ছুটি। তার আগে ২৭ সেপ্টেম্বর চতুর্থ শনিবার ও ২৮ সেপ্টেম্বর রবিবার হওয়ার কারণে ছুটি থাকবে। অর্থাৎ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পুজোর টানা ছুটি মিলবে। মাসের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত ৬ দিন টানা বন্ধ থাকবে ব্যাঙ্ক। শুধু সেপ্টেম্বরেই উইক অফ নিয়ে মোট ৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।


 

 

POST A COMMENT
Advertisement