Clothing New GST: কত টাকা দামের ড্রেস কিনলে দিতে হবে বেশি GST, কেনাকাটার আগে জেনে নিন

দুর্গাপুজো মানেই নতুন জামাকাপড়। আর সেই জামাকাপড়ের দামেই এবার GST স্ল্যাবে বড় বদল। ২২ সেপ্টেম্বর থেকে দেশে নয়া জিএসটি রেট লাগু হচ্ছে। এর ফলে পুজোর কেনাকাটায় কী প্রভাব পড়বে? আসুন, দোকানে যাওয়ার আগে এই বিষয়ে পুরোটা জেনে নেওয়া যাক।

Advertisement
কত টাকা দামের ড্রেস কিনলে দিতে হবে বেশি GST, কেনাকাটার আগে জেনে নিনকত দামের উপর বাড়তি জিএসটি?
হাইলাইটস
  • জামাকাপড়ের দামেই এবার GST স্ল্যাবে বড় বদল।
  • ২২ সেপ্টেম্বর থেকে দেশে নয়া জিএসটি রেট লাগু হচ্ছে।
  • আসুন, শপিংয়ে যাওয়ার আগে এই বিষয়ে পুরোটা জেনে নেওয়া যাক।

দুর্গাপুজো মানেই নতুন জামাকাপড়। আর সেই জামাকাপড়ের দামেই এবার GST স্ল্যাবে বড় বদল। ২২ সেপ্টেম্বর থেকে দেশে নয়া জিএসটি রেট লাগু হচ্ছে। এর ফলে পুজোর কেনাকাটায় কী প্রভাব পড়বে? আসুন, শপিংয়ে যাওয়ার আগে এই বিষয়ে পুরোটা জেনে নেওয়া যাক।

২,৫০০ টাকার বেশি দামের পোশাকের উপর জিএসটি বাড়ছে। আগে এই দামের উপরের প্রোডাক্টে 12% GST চাপানো হত। এবার থেকে সেটা বেড়ে 18% করা হচ্ছে। বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল।

কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, পোশাকের পাশাপাশি ২,৫০০ টাকার বেশি দামের টেক্সটাইল সামগ্রী, অ্যাকসেসরিজ বা সেটের ক্ষেত্রেও একই হারে বাড়তি কর বসবে। অন্য দিকে, ২,৫০০ টাকার মধ্যের জুতো আগের থেকে সস্তা হবে। আগে এই দামের মধ্যে জুতোর উপর ১২ শতাংশ কর বসানো হত। এখন থেকে তা কমে দাঁড়াল ৫ শতাংশ। তবে ২,৫০০ টাকার বেশি দামের জুতোর ক্ষেত্রে আগের মতোই ১৮ শতাংশ করই বহাল থাকবে।

তবে নয়া জিএসটি স্ল্যাব নিয়ে চিন্তিত ব্যবসায়ী মহল। রিটেলার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (RAI) এবং ক্লোদিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (CMAI) র বক্তব্য, এই বাড়তি জিএসটিতে একটু ভাল কোয়ালিটির জামাকাপড় আরও বেশি করে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যেতে পারে। বিশেষত উলের পোশাক, শীত পোষাক, শাড়ি, লেহেঙ্গা, হ্যান্ডলুম, জিন্স, হস্তশিল্পের কাজ করা জামাকাপড় অনেক ক্ষেত্রেই ২,৫০০ টাকার বেশি দামের হয়। নয়া নীতিতে সবকিছুরই দাম বাড়বে।

CMAI বলছে, '২,৫০০ টাকার বেশি দামের পোশাকও কিন্তু মধ্যবিত্তরাই কেনেন। এই সিদ্ধান্তে তাঁদের ক্রয়ক্ষমতা প্রভাবিত হবে।' 

এই বিষয়ে আপনার কী মতামত? কমেন্টে জানাতে ভুলবেন না। 

POST A COMMENT
Advertisement