শিয়ালদা থেকে লাস্ট ট্রেনের সময়ে বদল, আরও বেশি রাতে মিলবে লোকাল

লাস্ট ট্রেনের সময় বদলে দিল শিয়ালদা ডিভিশন। মেইন লাইন ও বনগাঁ লাইন দুই শাখাতেই ট্রেনের টাইমে বদল আনা হয়েছে। কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে দুই লাইনেরই লাস্ট ট্রেন।

Advertisement
শিয়ালদা থেকে লাস্ট ট্রেনের সময়ে বদল, আরও বেশি রাতে মিলবে লোকালশিয়ালদা লাস্ট ট্রেনের সময় কখন
হাইলাইটস
  • লাস্ট ট্রেনের সময় বদলে দিল শিয়ালদা ডিভিশন।
  • মেইন লাইন ও বনগাঁ লাইন দুই শাখাতেই ট্রেনের টাইমে বদল আনা হয়েছে।
  • নতুন সময় কার্যকর হবে ১ জানুয়ারি, ২০২৬ থেকে।

পূর্ব রেলে যাত্রীদের জন্য দারুণ সুখবর। এবার লাস্ট ট্রেনের সময় বদলে দিল শিয়ালদা ডিভিশন। মেইন লাইন ও বনগাঁ লাইন দুই শাখাতেই ট্রেনের টাইমে বদল আনা হয়েছে। কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে দুই লাইনেরই লাস্ট ট্রেন। তবে নতুন সময় কার্যকর হবে ১ জানুয়ারি, ২০২৬ অর্থাৎ নতুন বছরের একেবারে প্রথম দিন থেকে। সদ্য প্রকাশিত টাইম টেবিলে এই তথ্য জানিয়েছে পূর্ব রেল।

নতুন টাইম জানুন

বনগাঁ শাখায় এখন লাস্ট ট্রেন শিয়ালদা থেকে ছাড়ে ১১:৫০ মিনিটে। ৩৩৮৩৬ শিয়ালদা-বনগাঁ লোকাল শিয়ালদা থেকে ২৩:৫০ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছায় মধ্যরাত ০১:৪৫ মিনিটে। কিন্তু পূর্ব রেলের নয়া সিদ্ধান্তে ট্রেন ছাড়বে আরও লেট করে। নতুন টাইম টেবিল অনুযায়ী ১ জানুয়ারি ২০২৬ থেকে ৩৩৮৩৬ শিয়ালদা-বনগাঁ লোকাল শিয়ালদা থেকে ছাড়বে রাত ২৩:৫৮ মিনিটে। সেটি বনগাঁ গিয়ে পৌঁছাবে ১:৫৩ মিনিটে।

মেইন লাইনে এখন লাস্ট ট্রেন শিয়ালদা থেকে ছাড়ে  ১১:৫০ মিনিটে। ৬৩১১১ শিয়ালদা-রানাঘাট লোকাল শিয়ালদা থেকে ২৩:৫০ মিনিটে ছেড়ে রানাঘাটে পৌঁছায় মধ্যরাত ১:৩৮ মিনিটে। কিন্তু পূর্ব রেলের নয়া সিদ্ধান্তে ট্রেন ছাড়বে আরও লেট করে। নতুন টাইম টেবিল অনুযায়ী ১ জানুয়ারি ২০২৬ থেকে ৬৩১১১ শিয়ালদা-রানাঘাট লোকাল শিয়ালদা থেকে ছাড়বে রাত ২৩:৫৮ মিনিটে। সেটি রানাঘাট গিয়ে পৌঁছাবে ১:৪৬ মিনিটে।

উল্লেখ্য, শিয়ালদা স্টেশনে লাস্ট ট্রেন ধরার জন্য কোনও যাত্রী দৌড়াচ্ছেন, এটি নতুন কোনও ঘটনা নয়। প্রতিদিনই শিয়ালদা স্টেশনে মধ্যরাতে এই দৃশ্য দেখা যায়। ফলে এবার রানাঘাট ও বনগাঁ উভয় শাখায় ট্রেনের টাইম ৮ মিনিট পিছিয়ে দেওয়ার ফলে অনেক যাত্রীই স্বস্তি পাবেন। 

প্রসঙ্গত, নতুন বছর আসার আগেই যাত্রীদের জন্য বড় খবর নিয়ে হাজির হয়েছে পূর্ব রেল। নয়া টাইম টেবিল কার্যকর করতে চলেছে পূর্ব রেলওয়ে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই এই নতুন টাইম টেবিল কার্যকর হতে চলেছে। নয়া টাইম টেবিলে দেখা যাচ্ছে এবার শিয়ালদা ডিভিশনে প্রায় ৯০টি ট্রেনের সময়ে বদল এসেছে। পাশাপাশি হাওড়া ডিভিশনেও প্রায় ১০০টি ট্রেনের সময়ে বদল এসেছে। ফলে যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন নতুন টাইম টেবিল দেখেই ট্রেনে চড়েন। শিয়ালদা শাখায় কোন কোন ট্রেনের টাইমে বদল হয়েছে? এখানে দেখুন হাওড়া ডিভিশনের জন্য এখানে ক্লিক করুন।

Advertisement

POST A COMMENT
Advertisement